( - দিশপায়মিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দিরপ্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রস্থায় প্ৰথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারি পাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল। দশপারমিতার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল ; অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্যে এনেছিল । একজন শ্ৰেষ্ঠ মগধ থেকে দামী রেশমী শাড়ি এনেছিল বেচবার জন্য । তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্ৰদ্যুম্ন শুনেছিল, জ্যৈষ্ঠ সংক্রাভিয় উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ-বাজিয়ে আসবেন । সে DDDB BuuD DB BBBS BB D EED DDBBLt LLL sBD DDBD DuD DBLL থেকে বার করতে পারেনি । সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভূত-অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে, আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয়া মেয়ে জমে গেল। ক্ৰমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্ৰদ্যুম্ন ও সেখানে দাড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপখেলায় দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যের প্রত্যেক পুরুষমানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি চেহারায় ও হাবভাবে বীণ-বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধ’রে দেখবার পর তার চোখে পড়ল। একজন গ্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন, তঁর KB BBLDB BDBY S BDYSS B D BD BYLB YDDSSS iBB BEBY বাইরে যেতে ইন্দিত করলেন । বাইরে আসতে প্রৌঢ় তাকে জিজ্ঞাসা করলেন-আমি অবন্তীর গাইয়ে নুরদাস, তুমি আষাকে খুঁজছিলে না ? LsBD DD DBBD DDBS LBu DBB D DD BDBBDD D DBuEE গ্রন্থায় সসন্ধুমে জানালে, ইয়া, সে তাকেই খুজছিল বটে। প্রৌঢ় বললেন-তুমি আমার অপরিচিত নাও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না ক’রে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমায় বয়স তখন খুব কম । -আপনি এখানে এলে কোথায় আছেন ? --নদীর ধারে একটা ভাঙা মন্দিয় আছে জান ? -হ্যা জানি। ওখানে একজন সন্ন্যাসী পূৰ্ব্বে থাকতেন না ?
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।