পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 বায় হয়-তায় সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম মিস্কোশনাল আলো বেরুচ্ছে, অনেকদূর পৰ্য্যন্ত ৰন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে, ঊায় আয়ত চক্ষু দুটি খবৰ্দ্ধনির্মীলিত, যেন কেমন নেশায় মোরে তিনি চারিপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা মা পেয়ে পিঙ্গল গাছগুলোর চারিধায়ে চক্রাকারে ঘুরছেন, তঁর মুখশ্ৰী অত্যন্ত বিপয়ের মত। প্ৰস্থায়ের হঠাৎ বড় গুচয় হ’ল। সে ভাবলে মাঠে সরস্বতী দেবীয় দর্শন থেকে আর এ পৰ্য্যন্ত সমান্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক, এই নিশীথ রাত্রে শালের বনে নইলে এ কি vie সে আর সেখানে মোটেই দাঁড়াল না । বন থেকে বায় হয়ে দ্রুত হাটতে ইটিতে যখন সে বিহারের উত্থানে এলে পেঁৗছল, মান টান তখন কুমারশ্রেণীর পাহাড়ের পিছনে অপ্ত ঙ্গের রাত্ৰে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে-ভয়াবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকায়ে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন ; তিনি যতই উপরে ওঠাবার চেষ্টা পক্ষেন, জলের ঢেউ তঁাকে ততই বাধা দিচ্ছে, নদীর জলে তঁায় অঙ্গের জ্যোতি ততই নিবে আসছে, অন্ধকার ততই তীয় চারিপাশে গাঢ় হয়ে আসছে, নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠাকুরে রক্তাক্ত ক’রে দিচ্ছে-- ব্যথিতদেহ, বিপন্ন, বেপথুমতী দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাত বায় ক’রে হিংস্ৰ হাসি হাসছে, মাছটার মুখ গায়ক জুল্লদাসের মত ! প্ৰস্থায় ভোরে উঠেই আচাৰ্য্য পূর্ণবৰ্দ্ধনের কাছে গিয়ে স্বয়দাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্ৰি পৰ্য্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে। আচাৰ্য্য পূর্ণবৰ্দ্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন, মঠের ভিক্ষুদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা প্ৰাচীন ও বিজ্ঞ, এজন্য সকলেই আঁটকে শ্ৰদ্ধা করত। তিনি সব শুনে বিস্থিত হলেন, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন- একথা আগে জানাওনি কেন ? --তিনি নিষেধ করেছিলেন। আমি উার কাছে প্ৰতিজ্ঞা -বুঝেছি। তবে এখন বলতে এসেছি কেন ? -এখন আমার মনে হচ্ছে, আমি কারা যেন কি অনিষ্ট করেছি। SriiB BBBD D DDBS LLLLtEBD DBi igB DB BDEtD Dii DDDD DDD আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানহীন তাত্রিক শ্বিন্ত দেশের ধৰ্ম্মকৰ্ম্ম লোপ করতে বসেছে । স্বাৰ্থসিদ্ধির জঙ্গ এরা না করতে পারে এমন কোন কাজই নেইআর আমি বেশ দেখছি প্ৰদ্যুয় যে, তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্ৰিয়তাই তোমার সৰ্ব্বনাশের মূল হবে। তুমি কাল স্নান্ত্রে অত্যন্ত অঙ্গায় কাজ করেছ, তুমি দেবী সরস্বতীকে ঘদিনী করবার সহায়তা করেছে।