卤°围博 See গুণাট্য বললেম-ভূমি এখন বলছে বলে নয়। প্ৰন্ধ্যায়, আমি এ-কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি-কারা যেন বলছে, তুই ষে কাজ করেছিল এায় শান্তি অনন্ত ময়ক। আমি এইজন্ধেই আজ এক পক্ষেয় ওপর আমার শুরু সেই আজীবক সঙ্গালীয় কাছে গিয়েছিলাম। তারই কাছে। এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনি শক্তি ষে মনে করলে আমি যাকে ইচ্ছে বঁধতে পারি, কিন্তু আনতে পারিমে। মাজের বন্ধনশক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এইজঙ্গে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলুম, আমি BB DuBD D DB GB LBDB DDS DDD BiBBD DDBDDB BB D BSBDBDLD DBS তোমার গানে দেবী ওখানে আসবেনই, এলে তারপর মস্ত্ৰে বঁাধৰ। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে, এমন একটা ব্যাপায় হওয়া সম্ভব । অনেকটা ময়ের গুণ পরীক্ষা করবার কৌতুহলেই আমি এ কাজ করি। ፬ዙ প্ৰস্থায় বললে-এখান ? গুণাঢ্য বললেন- এখন আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন, এটা পূৰ্ব্ব মন্ত্রের বিরোধী শক্তিসম্পন্ন। সেই মন্ত্ৰপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোন উপায় নেই। প্ৰস্থায় জিজ্ঞাসা করলে—উপায় নেই কেন ? --ষে ছিটিয়ে দেবে, সে চিরকালের জন্তু পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই ৰখন সমান, তখন তঁকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ কোরো না প্ৰত্যুম্ন, ভেবে দেখ, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর ? তা আমি পারব না। আত্মবিশ্বতা বন্দিনী দেবীর চোখ দু'টির করুশ অসহায় দৃষ্টি প্ৰস্থ্যয়ের মনে এল। যদি তা না হয় তা হ’লে তঁকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে । যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নিখল প্ৰাণে পৌঁছয়, আজও প্রদুয়ের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগল। সে ভাবলে, একটা জীবন তুচ্ছ। তঁর রাঙা প-দুখানিতে একটা কঁাটা ফুটলে তা তুলে দেবার জন্যে আমি শতবার জীবন দিতে প্ৰস্তুত । হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে সে বললে - চলুন, আপনার সঙ্গে যাব, আমায় সে মন্ত্ৰপুত জল CFC গুণাঢ্য বিস্ময়ে প্ৰস্থায়ের দিকে চেয়ে বললেন- বেশ ক'রে তেবে দেখ। এ ছেলেখেলা 窗謂1 峻零t哥一 প্ৰস্থায় বললে-চলুন আপনি। তারা যখন কুটীরের নিকটবৰ্ত্তী হ’ল তখন গুণাঢ্য বললেন-প্ৰদ্যুম্ন, আয় একবার ভালো কয়ে ভেবে দেখ, কোন বিখ্যা আশায় হলো না, এ থেকে তোমায় উদ্ধার কয়বার ক্ষমতা কারুর হবে না-দেবীরও না। মন্ত্রবলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্তু জড় হয়ে যাবে ; বেশ বুঝে দেখ। মহাশক্তি নিৰ্ম্মম অমোঘ, কাউকে রেহাই দেবে না।
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।