পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RUR বিভূতি-রচনাবলী কোন আন্ধা নেই। আমি তোমার কাছে প্ৰমাণ চাই, জানিনে তোমায় শোনবায় ক্ষমতা আছে কি না, থাকে তো জানিও।• • ভোলাবার চেষ্টা কোয়ে না।--তাতে আমি ভুলব না। মহামণ্ডলীয় মঠে প্ৰধান দার্শনিক বৈভাষিকপন্থী মাধবাচাৰ্য্য বাস করতেন। লোকনাথ ঊার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মাধবাচাৰ্য্য বোঝাতে গিয়ে প্রথমত মুক্তি কি, মুক্তি কয় প্রকার, মুক্তির ও নির্বাণের মধ্যে প্ৰভেদ কিছু আছে কিনা, প্রভৃতি এত বিস্তৃতভাবে বলতে লাগলেন ও এত শাস্ত্ৰবাক্য উদ্ধৃত করে তঁর মতের পরিপোষণের চেষ্টা পেতে লাগলেন। হে লোকনাথ অত্যন্ত পাণ্ডিত্য-প্রিয় হলেও তার মনে হ’তে লাগল, মুক্তির একটি স্বরূপ তিনি বুঝেছেন, সেটি সম্প্রতি মাধবাচাৰ্য্যেয় বাক্যজালের হাত এড়ানো। আন করতে করতে একদিন তীয় মনে হ’ল তার পিঠে যেন কিসের লেজ ঠেকছে। তিনি তাড়াতাড়ি পিছনে ফিয়ে জলের মধ্যে হাত দিয়ে দেখলেন, লেজ নয়, একটা জলজ গাছের পাতা গায়ে ঠেকছে। গাছটাকে তিনি টান দিয়ে উপরে তুলে ফেললেন, দেখলেন একটা শেওলা-গাছ-এ শেওলা নদীতে তিনি পূৰ্ব্বে দেখেছেন, তেমন লক্ষ্য করেননি। ভাল করে, চোখ পড়তে দেখলেন যে, শেওলার ভাটার ৰে অংশটা তার গায়ে সুড়সুড়ি ক’রে ঠেকেছিল, সেটা জলের নীচেকার অংশ, সে অংশের পাতাগুলি ঝাউপাতার মতন-কিন্তু জলের উপরের অংশের পাতাগুলি পানের মতন। জলের উপরের অংশের পাতা জলের উপরে ভাসে, নীচের অংশের পাতা ও রকম হ’লে স্রোতের তোড়ে ভেঙে ৰেত, কিন্তু চুলের গোছার মতন হওয়ায় তারা জলকে বাধা দেয় না, জল তাদের মধ্য দিয়ে বেশ কেটে চলে যায়, মাখন বেদিকে শ্ৰেণতের গতি পাতাগুলি তখন সেদিকে হেলে পড়ে। লোকনাথ অত্যন্ত অঙ্গমনস্কভাবে স্বান ক’রে ফিরলেন। একটা কি জিনিস যেন তিনি ধরেছেন। তার মনে হ’ল একই ভাটার উপরে নীচে দু'রকম পাতা হওয়ার মূলে প্রকৃতির মধ্যে একটা চৈতন্থসত্তা বেশ যেন ধরা পড়েছে-নইলে এই নগণ্য জলজ শেওলায় পত্রবিন্যাসের মধ্যে এ নিপুণতা কোথা থেকে এল। পাছে ভেঙে যায়, এজন্তে কে এর জলের নীচের অংশের পাতা বা উপাতায় মতন ক’রে গড়লে ? লোকনাথের আর একটা কথা মনে হ’ল। কয়েকদিন পূর্বে তিনি অত্যন্ত অধীরভাবে জাগতিক শক্তির কাছে তার চৈতন্তেসত্তার অস্তিত্ব-সম্বন্ধে একটা প্ৰমাণ চেয়েছিলেন, তার সেই প্রার্থনা কি এইভাবে কেউ পূর্ণ করলে ? স্নায়ুযুক্তির দিক থেকে এ সিদ্ধত্তি এত বিপদজনক তঁর মনে হ’ল যে তিনি ঐ কথা জোয় কয়ে মন থেকে দূর করে দিলেন। সাধারণ মানুষের মতন এত শীঘ্ৰ তিনি কোন সিদ্ধান্তেই পেঁৗছতে পারেন না। তৰু তিনি ভেতরে ভেতরে দিন দিন কেমন অঙ্ক মনস্ক হয়ে উঠতে লাগলেন। সেই জলজ শেওলায় শুকৃনো ভটা-পাত কুটীরের সামনে প্রায়ই পড়ে থাকতে gg BBBLDL gBBiB DD DBDiDBDD DBDD BBLBDBS DDD DB BB LBiDDBD DBTS গাছের খামপজলতার লোতের জলে রূপশি হয়ে পড়ে থাকত, দীর্ঘ দীর্ঘ স্বাসের ফুল স্কুপ