୩ଷ୍ଟ-ପ୍ଳାମ ܣ ভূপে ফুট জলের ধার আলো করে থাকত, পত্রনিবিড় ঝোপগুলির তলায় জলচর পক্ষীরা ডিমগুলি গোপনে শুকনো পাতা চাপা দিয়ে রাখত, লোকনাথ বেশির ভাগ সময় সেই সব স্থানে কি দেখে দেখে ফিরতে আরম্ভ করলেন। তঁর কুটীরের সামনের মাঠে এক রকম ছোট ঘাসের কুচে কুচো সাদা ফুল রাশি রাশি ফুটত, লোকনাথকে দেখা যেত সেই ফুল তুলে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে তাদের গঠন লক্ষ্য করছেন-বাসের ফুল সম্বন্ধে লোকনাথের মনে হ’ত যে সব ফুলগুলি একই গঠনের-পাঁচটি করে পাপড়ি মধ্যে একটা বিন্দু প্ৰকাণ্ড মাঠে এ রকম ফুস দু'হাজার, দশহাজার, দুলক্ষ, দশ লক্ষ ফুট থাকত, লোকনাথ ঘদূস্থাক্রমে এখান থেকে ওখান থেকে ফুল তুলে দেখতেন, সবগুলির সেই একই গড়ন, সেই পাঁচটা ক’রে পাপড়ি भtश्ा 4ककै दिन्यू। লোকনাথের পিপাসা বিকারের রোগীর মত বেড়ে উঠল। কত কি প্রশ্ন তীর মনে আলো-অসাধারণ ভয়ানক বিভীষণ সব প্রশ্নদৈত্য ! লোকনাথ বলতেন- জানাও হে চৈতন্তময় কারণ-শক্তি, আমায় আরও জানাও । দিনকতক পরে সত্যই তীাৱ অসঙ্ক ঘাতন হ’তে লাগল। একটা বিশাল ঘনাদ্ধকার গুপ্ত রহস্যজগৎ স্বারপার্থের সঙ্কীর্ণ ছিদ্রপথ দিয়ে ক্ষীণ একুটুখালি আলোকরেখা যেন তীর চােখে ফেলেছিল, তীর বুভুকু মন সমন্তটা একসঙ্গে DELBDD DBLB D BDDLBDB BDBzSYDBD DDD DD Duu KYYB KBDBB BBB তুলে বলতেন-চোখ খুলে দাও, হে মহাশক্তি চোখ খুলে দাও। ইতিমধ্যে আবার একদিন তিনি দেখলেন-একটা কি পতঙ্গ আর একটা ছোট পতঙ্গকে শরীর-নিঃস্থত রসে অল্পে অল্পে অচেতন ক’রে ফেলছে, বড় পতঙ্গটা হাতে তুলে নিয়ে লক্ষ্য ক’রে দেখে তার মনে হ’ল সেটায়ু অড়ের মত চলে একটা প্ৰত্যঙ্গেব খানিকটা অংশ ফ্রাপীএকপ্রকায় বিষাক্ত রীস শরীরের মধ্যে থেকে যায় হয়ে ঐ কঁপা অংশ দিয়ে বেরিয়ে আসবায় বেশ সুন্দর, সুনির্দিষ্ট বন্দোবস্তু আছে।••• লোকনাথের মন একমুহূৰ্ত্তে আবার অন্ধকার হয়ে গেল। নিষ্ঠুর ধ্বংসের এ কি কৌশলময় আয়োজন ! মুর্থ ভক্তিশাস্ত্রকার, এই বুঝি তোমার দয়ালু ঈশ্বপ্ন ? বসন্তের বাকী দিনগুলো এবং সারা গ্রীষ্মকালটা এই ভাবেই কেটে গেল। অবশেষে একদিন কৌতুহল প্ৰদ এক ঘটনায় লোকনাথের দুঃখ, ব্যাকুলতা ও সম্বোহের এক অগ্ৰত্যাশিত রকমের উপসংহার ঘটল। সে সময়টা আবাঢ় মাসের প্রথম সপ্তাহ। বহুদিন বৃষ্টি হয়নি, অসন্থ রৌদ্রতাপে মাঠের ঘাসগুলো জলে বিবৰ্ণ হয়ে গিয়েছে, বাতাস আগুনের ঝলকের মত তপ্ত। বৈকালের দিকে কিন্তু খুব জোরে বাতাস বইতে লাগল, এবং একটু পরে ঈশান কোণে খুব মেঘা জমল। নদীর বড় ধাকটায় বড় বড় ধসের মধ্যে শুয়ে লোকনাথ পুৰ্ব্ব দিকচক্রবালে নবীন বর্ষায় মেঘতুপের সজা একমনে লক্ষ্য করছিলেন, হঠাৎ তার ডান হাতে মধ্যম ও DDDDBD LDiDDD DBD BB DB BB DDDDBS BB BDB Lt DDDB BBB BBB নিতেই দেখতে পেলেন একটা শঙ্খচূড় সাপ ফণা তুলে হাতের সেখানে মুহূৰ্ত্তে আর একটা ছোবল মারবার উপক্রম করতে গিয়ে হঠাৎ মাথা নীচু করে লম্বা লম্বা ঘাসের মধ্যে বিদ্যু
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।