পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

x- $ዩ›ፃ জানতে পারতুম, সে অনেকের অনেক অনুরোধ সত্বেও পুনরায় বিবাহ করতে রাজী নয়। বিবাহ সে আয় নাকি কয়বে না । এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল, দেশে যাবার বিশেষ কোন টান না। থাকাতে দেশে বড় ষোতুম না। আমার মা বাবা অনেকদিন মারা গিয়েছিলেন, বোনগুলির সব বিপ্নে হয়ে গিয়েছিল, আমি নিজেও তখন অবিবাহিত, কাজেই আমার পক্ষে দেশ-বিদেশ দুই সমান ছিল । চা-বাগানের কাজের কোন বৈচিত্ৰ্য ছিল না, সকালবেল ডাক্তারখানায় বসে নীরস একঘেয়ে ভাবে কুলীদের হাত দেখা, কলের পুতুলের মত ঔষধ লিখে দেওয়া। রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের, সাদা জর, হিল ভায়েরিয়া, বড় জোর কালাজার, DDDSDSY SLDDSDLL BBDLK D EYS DBBBD DBDD SS DDB BLBLB BDDuS বিশেষ থাকত না তখন পড়তুম, না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্বের চর্চা করা-তাই করতুম। বাংলোর একটা ঘর। এই উদ্দেশ্যে আঁধার-ঘর বা ডার্ক রুমে পরিণত ক’রে নিয়েছিলুম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভাল ভাল লেন্স ও ও অপটিক্সের বই সব আনাতুম। বছর তিনেক। এই ভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ীর পত্রে জানলুম, আমার ভগ্নীপতি আবার বিবাহ করেছে। সকলের সনিৰ্ব্বত্ব অনুরোধ ও পীড়াপীড়ির হাত সে নাকি আর এড়াতে পারলে না। এতে মনে মনে আমি তাকে কোন দোষ দিতে পারলুম না, শৈলর প্রতি তার ভালবাসা অকৃত্রিমই, তারই বলে সে এতদিন যুঝল তো ? সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ী উঠলুম। আমার এমন কতকগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল, যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্বক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিঙেন্সি কলেজে বস্তু-বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল, তার সঙ্গে সে সব বিষয়ের কথাবাৰ্ত্তা কেইবার জন্যেই আমার এক রকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম, সেও খুব উৎসাহ দিল, আমি অপটিক্স নিয়ে একেবায়ে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় ব’সে পড়ছি, হঠাৎ আমায় চোখ পড়ে গেল সামনের বাড়ীর জানলাটায়। সেইটেই আমার ভগ্নীপতির ওiশা । দেখলুম কে একটি অপরিচিত মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া । একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকল আমি৷ ভগ্নীপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধ হয় সম্প্রতি শ্বশুর বাষ্ঠী থেকে এসেছে । আমি গৌহাটি থেকে এসে পৰ্য্যন্ত ওদের বাড়ী ঘাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলুম-টুনি, ঐ মেয়েটি কি নতুন ৰীে ? -ki, Ftrii