〔哥、雷可 stre বেীমা এক জোঙ্কা পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্যে । বলে, দাদা দুঃখু করেছেন। ষে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্ধে উলবোন শিখে প্ৰথম কিনা জুতো বুনলো তায় স্বামীর। তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাব । তারপর ওদের আর কলকাতা যাওয়া হ’ল না, সুয়েনের অঙ্ক জায়গায় চাকরি হ’ল। তুমিও আর কখনো এদিকে আসেনি। কাল তুমি আসতেই বৌমার যে আহলাদ ! আমায় বললে-পিসীমা, আমায় সাধ এইবায় পুরলো, এতদিন পরে দাদাকে পশমের জুতো পয়াতে পারব। উমারাণীর চোখ দুটি লাজায় নীচু হয়ে রইল, প্ৰদীপের আলোয় উজ্জল তার মুখখানি কিশোরীর মুখের মতন এমন লাবণ্যমাখা অথচ কচি মনে হচ্ছিল যে, বোধ হ’ল নোলক Page vs Are Kre Art I LLS B KK DB KLL LBEB uL TBBLD KB BBBLL SBBDS BB BLBLBY রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুষ, তখন টাঙ্গ উঠেছে ; গভীর রাতের যৌন শাস্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে । আজ অনেকক্ষণ উমায়াণীর নিকট ব’সে থেকে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি।-উমারাপীয় খাইসিস হয়েছে। মৃত্যু ওয়া শঙ্ক ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ ক’রে রেখেছে, শীগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়--- উমারাণী এক মাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বললে-কৈ দাদা, সে পাজিখানা ? তার মুখখানির দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললুম-রাণী এদিকে আর। •- একথা আমার মনে উঠিল না ধে উমারাণী আমার আপনি বোন নয় বা আমাদের দু’জনেরই বয়স কম। আমিও যেমন নিঃসঙ্কোচে বললুম, সেও তেমনি নিঃসঙ্কোচে এসে আমার পায়ের BBB BBB u DD ELL BDSS CD DBBDB BKB BLB iKEL sBDBS LB YDL তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম-রাণী, জুতার কথা কে বলেছিল য়ে তোকে ? উমারাণী অসীম নির্ভরতার সঙ্গে ছোট মেয়েটির মত খাট থেকে ঝোলানো আমার পায়ের ওপর তার মুখটি লুকিয়ে রাখলে।•••ওয়ে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হ’ত, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশি ভরে দাগ কেটে ডাক্তারী ওষুধের মত नििश्च cवङ्गुष । আমার প্রশ্নের কোন উত্তর তার কাছ থেকে পেলুম না। কেন পেলুম না, তাও একটু eBBDD DBBB DDBBDBB DDDiBBD BD EBD DB DD DDBD BD iDDBEBD Eg বলেছিলুম, সে হচ্ছে সুরেন। স্বরেনই বোধ হয় বিয়ের পর কোন সময় উমরাণীকে এ কখা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। DBBDSDS ED BuD DBB BDS S DBiYaBDBS BDBD YD DS পত্র দেয় ? বাষ্ঠীটী আসে?
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।