পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- She SBDBDB DD DuD LBD Luu DBu DDDB uB DB BBD giiDD LBLB BsB •छईिल। • বছরখানেক পয়ে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজস্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলুম উমরাণী মারা গিয়েছে। যাবেই তা জানতুম। সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলুম, এই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিলুম। উমারাণীর অবস্থা সব খুলে, কোন একটা ভাল জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। স্বরেন লিখেছিল, জমিদারের কাজআদায়াপত্ৰ হাতে, পূজোর সময় বরং দেখবে, এখন যাবার কোন উপায় নেই ইত্যাদি। উমারাণী মারা গেল সেই ভাস্ত্ৰ মাসে। তারপর আরও বছর খানেক কেটে গেল। সেবার কিছুদিন দুটি নিয়ে কলকাতা এসে দেখলুম ওদের সেই বাড়ীতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এল। খানিক একথা-সেকথার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে দিল, খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতকগুলো কাপোর কঁাটি । টুনি বললে-বৌদি যে ভাতৃ মাসে মারা যায়, আমি সেই শ্ৰাবণ মাসে চাপাপুকুর গিয়েছিলুম। বৌদি আপনার কত গল্প কবলে, বললে-মায়ের পেটের ভাই যে কি জিনিস LDBDS DDD DDD DBD DBD BBD SS DBBB DD DDB BD DD DB DB BBDB সংসারী ক’রে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। ওই রূপোর কঁটাগুলো সে গড়িয়েছিল। আপনার বিয়ে হলে আপনার বেীকে দেবার জন্তে। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল, অ ”ম গেলে আমায় দেখিয়ে বললে,--ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বৌয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাব, এই বছরেই দাদার বিয়ে না দিলে শয়। বিয়ে হোক তারপর চেষ্টা ক’রে গড়িয়ে দেব। কাটা ওয়া বাক্সে তোলা ছিল, তারপর ভাস্ত্ৰ মাসে বৌদি মারা গেল, আমি তার বাক্স থেকে zLLDB BB BDDL DDD DBBLDB B DBDSS SBB KBuK KDBSK DDD DtrD BiDBBD Yuuu isuLLL DSDDS EL D EE BuBL B BBDB DDD না, সংসার-খরচ বলে বা দিতেন তাতে সংসার চলাই ভাই, এ তে আপনি একবার গিয়ে দেখেই এসেছিলেন ! আমি জিজ্ঞাসা কয়লুম- তাহলে তার হাতে পয়সা অমল কোথা থেকে ? টুনি বললে—বোঁদি বাজারের খাবার বড় ভালবাসত। ওরা পশ্চিমে থাকত, সেখানে ওসব বোধ হয় তেমন মেলে না, সেই জন্য ঐ বাজারের কচুরি নিমকির ওপর তায় কেমন ছেলেমাঙ্গুষের মত একটা লোভ ছিল। বৌদি করত কি, নারকেল পাতা চেচে বাঁটার কাটি ক’রে রাখত, লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এই রকম ক’য়ে ৰে পয়সা পেত,