SWA এমন জঙ্গর বিকালটাতে আয় কাজ করতে ইচ্ছা হ’ল না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক ক’রে সেখানে তঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শীগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয়, সকলের সেই দিকে ঝোঁক। সাৰ ডেপুটি নৃপেনবাবু কাজ শেখাবার জন্তে এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশী না, ছোকরা-কিন্তু মাঝনদীতে নৌকা দুললেই তার অত্যন্ত DD DBS BD BDB BB DB BB BDu DD sLLK DDSgE BDB DDBD পড়বার ভান ক’রে শুয়েছিলেন-এবার ভাঙ্গায় নৌকো লাগাতে তিনি ছাই-এর ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক VF VG || নৃপেনবাবুকে বুলিলুম-Tenancy Act-কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে ঠাকুর জায়গাটা ঠিক করা যাক-কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়--- চৈত্র মাস যায় যায়। গ্ৰাম্য নদীটির দু’পাড় ভ’রে সবুজ সবুজ লতানো গাছে নীল-পাপড়ি বন-অপরাজিতা ফুল ফুটে আছে। বঁাশ-ঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেটু স্কুলের বন ফুলের ভালি মাথায় নিয়ে বিবুঝিরে বাতালে মাথা দোলাচ্ছে। দু’ধারের রোদ-পোড়া কটা ঘাস গুয়াল মাঠের মাঝে মাঝে পত্র-বিরল বাবলা গাছে গাঙশালিকের ঝাঁক কিচ কিচ, কচ্ছে-নদীর বা পাড়ের গায়ে গর্ভের মধ্যে তাদের বাসা। মাকাল-লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উচু উচু বন মূলোর ঝাড়, তাদের কুচো কুচে হলদে ফুল থেকে জায়ফলের মত একটা ঘন গন্ধ উঠছে। -- বেলা আর একটু পড়লে আমরা সেই বঁওড়ের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূৱ হ'লেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাধা হয়েছিল, এশিয় বঁ-ধারে খানিকটা দূরে gBB EK D DD D S BBBDDB gBK DB BB D DB MuBDD DDD বৈকালে স্নান করতে আসছিলেন, তঁকে আমরা জিজ্ঞাসা করলুম-রসুলপুর কোন গা-খানার নাম মশাই – সামনের এটা, না। ওই পাশে ? তিনি বললেন- আজো না, এটা হ’ল কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা-য়নুলপুৱা হ’ল এ গা-গুলোয় পেছনে, কোশ দুই তফাৎ-আপনায়া ? আমাদের পরিচয় আনে বৃদ্ধ বললেন- এই মাঠটিাতেই আপনার তাবু ফেলবেন ? আপনাদের জরিপেয় কাজ শেষ হ’তেও তো পাঁচ ছয় মাস • • • অময়া বললুম-ত তো হবেই, বরং তার বেশী*** DB BDBDY ggD ED DDDL DDDDDS DuDuDB BDLBB BBD LB BBS DDS আর একটু সয়ে গিয়ে মীর মুখের দিকে তঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে -- যুদ্ধের মাম ভুবন চক্রবন্ত্রী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকায়ে চক্রবর্তী মশায় দলিল-পত্র বগলে অনেকবার ঠাকুতে বাতায়াত শুরু করে দিলেন, সকলের সঙ্গে তার বেশ
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।