SSy बिहूद्धि-ब्रष्नांवनौ কি করিবেন চিন্তা করিতেছেন, এমন সময় শুনিলেন উঠানের পার্শ্বেীয় গোেশালায় মধ্যে শিবানন্দ যার বার বালকের নাম ধরিয়া ভাকিতেছে। তাড়াতাড়ি গিয়া দেখেন, গোেশালায় রক্ষিত তৃণরাশির উপায় বালক কখন ঘুমাইয়া পড়িয়াছিল--শিবানদের ডাকাতাকিতে নিজাজড়িত চোখে উঠিয়া ব্যাপায় কি ঘুমের ঘোরে হঠাৎ না বুঝিতে পারিয়া, অর্থহীন দৃষ্টিতে চারিদিকে চাহিতেছে। •কর্ণপুর তাহাকে হাত ধরিয়া উঠাইয়া আনিলেন। পরে খাওয়াইয়া বিছানায়ু শোয়াইয়া দিলেন। অভিমানে বালক তাহার সাহিত অনেকক্ষণ কথা কহিল মা-- DD LBBDD DBD D DD S DLLB BB HDD D DD DB BB g কর্ণপুত্র তাহাকে প্ৰসন্ন করিলেন। সেদিন রাত্রে কর্ণপুর মনে মনে ভাবিলেন-কাল হইতে ইহাকে একটু একটু ভক্তিগ্ৰন্থ পাঠ করিয়া শোনাই, তাহা হইলে ক্ৰমে ক্রমে এ স্বভাবটা শোধরাইয়া বাইবে। পরদিন হইতে তিনি তাহাকে অবসয় মত নানা ভক্তিগ্ৰন্থ পাঠ করিয়া শোনাইতে আরম্ভ করিলেন। নরোত্তম ঠাকুরের প্রার্থনা মুখস্থ করাইয়া দিলেন, প্ৰতি সকালে উঠিয়া বালককে তাহার সম্মুখে আবৃত্তি করিতে হয়। ভাগবত হইতে শ্ৰীকৃষ্ণের বাল্য-লীলা পড়িয়া শোনান। লক্ষ্যায় সময় বলিয়া বালককে ভাকিয়া বলেন-ঠাণ্ড হয়ে বসে, একটা গল্প করি। পরে মাধবেন্দ্ৰপুরী উপাখ্যান বর্ণনা করেন। মহাভক্ত মাধবেন্ত্রপুরী বৃন্দাবনে গিয়া শৈল পরিক্রমা করিয়া গোবিন্দ কুণ্ডের বৃক্ষতলায় সন্ধ্যার অন্ধকারে নির্জনে বসিয়া আছেন, এক গোপাল বালক এক ভাণ্ড দুগ্ধ লইয়া আসিয়া পুৱীয় সম্মুখে ধরিয়া বলিল, তুমি কাহারও কাছে কিছু চাও না কেন ? বোধ হয়। সারাদিন উপবাসী আছ-এই ধরে দুগ্ধ। পুরী আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি কবিয়া জানিলে আমি উপবালে আছি ? বালক মৃদ্ধ হাসিয়া বলিল, গ্রামের মেয়েরা জল লইতে আসিয়া তোমাকে দেখিয়া গিয়াছে, এখানে কেহু উপবাসী থাকে না , তাহারাই এই দুগ্ধভাণ্ড LD LDDDBB BB LLLSS S KLL DS BK L EB D DDDS বালক চলিয়া গেল, কিন্তু ভাণ্ড লইতে। আর ফিরিল না। --রাত্রে পুরী স্বপ্ন দেখিলেন, সেই বালক আসিয়া নিকটবৰ্ত্তী এক বনে তঁহায় হাত ধরিয়া লইয়া গিয়া বলিতেছে, দেখি পুরী, আমি বহুদিন হইতে এই বনের মধ্যে আছি। যবনের আক্রমণের ভয়ে আমায় সেবক এইখানে আষায় ফেলিয়া রাখিয়া পলাইয়া গিয়াছে, কেহু দেখে নাই ; শীত-বৃষ্টি-দাবানলে বড় কষ্ট পাই, তুমি আমার একটা ব্যবস্থা ক’রো। অনেকদিন হইতে তোমার পথ চাহিয়া বসিয়া আছি-মাধব আসিয়া কৰে আমার সেবা করিবে। মাধবপুরী মঠ স্থাপন করিয়া সেখানে শ্ৰীগোপাল বিগ্ৰহ স্থাপন করিলেন। পর বৎসর নীলাচল হইতে মলয়-চন্দন আনিয়া বিগ্রহের অঙ্গে লেপন করিয়া দিবেন। BB DDYLE BEB D DDuDB BB BDBDBSS DDDBD DDBDBBDDDB DBDB BDDBB BKLB BDLLB BBL sLBLB BBDB BDL BBz LYz LL BY DDD tBBS DDB BBz BD BBDS EEDB EDEB BDD DDBDB BBDD
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।