-st VED সহায় হরি আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিলেমি-কেন ? কি গুজব ? -কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ী। কেবল বাগদী ছলে-পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে। ভদােয়লোকের গায়ে বাস করা যায় না।--সমাজে থাকতে হলে সেই রকম £मन 5अgख् छ्छ । সহায়হরি বিশ্বিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণ পূৰ্ববৎ ঘরেই পুনৰ্বার বলিয়া উঠিলেন-একঘরে করবে। গো তোমাকে একঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোয়া জল আর কেউ থাবে না। আশীৰ্বাদ হয়ে মেয়ের বিয়ে হ’ল না-ও নাকি উচ্ছৰ্গাণ্ড করা মেয়ে-গায়ের কোন কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না-বাও, ভালই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে-বাড়ী বাগদী-বাড়ী উঠে বসে দিন কাটাও । সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্ৰকাশ করিয়া বলিলেন-এই! আমি বলি, না জানি কি ব্যাপার। একঘরে! সবাই একম্বরে করেছেন, এবার বাকী আছেন কালীময় ঠাকুর - 38 a. অন্নপূর্ণ তেলে-বুেগুনে জলিয়া উঠলেন-কেন, তোমাকে একঘরে করতে বেশী কিছু লাগে নাকি ? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই চুলো নেই, এক কড়ার মুরোদ নেই, চৌধুরীবা তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি ? -আর সত্যিই তো এদিকে ধাড়ী মেয়ে হয়ে উঠল। • হঠাৎ স্বর নামাইয়া বলিলেন-হ'লষে পনেরো বছরের, বাইবে কমিয়ে ব’লে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? - “পুনরায় গলা DDBBYD BB DBBB KS K Di DBB DD D DD EDut DD BBLBD সশরীরে যতক্ষণ স্ত্রীয় সম্মুখে বৰ্ত্তমান থাকিবেন, স্ত্রীর গলার স্বয় ততক্ষণ কমিবার কোন সম্ভাবনা নাই বুঝিয়া সহাযহরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাসার বাট উঠাইয়া লইয়া খিড়কি-দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন--কিন্তু খিড়কি-দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণশ্বরে বলিয়া উঠিলেন—এসব কি রে? ক্ষেন্তি মা, এসব কোথা থেকে অ্যানলি ? ওঃ ! এ যে • চৌদ্ধ পনেবো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ী ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুইশাক, ভাটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুই গাছ উপড়াইয়া ফেলিয় ওঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল; মেয়েটি তাহদের উঠানেব জঞ্জাল প্ৰাণপণে তুলিয়া আনিয়াছো-ছোট মেয়ে দু'টির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা দুই-তিনি পুইপাতা জড়ানো কোন দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহাবা, মাথার চুলগুলো কক্ষ ও অগোছালো-বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটা ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কঁাচের চুড়িগুলো দু’পয়সা ভজনের একটি সেফটিপিম দিয়া একত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় ক্ষেত্তি,
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।