〔可可-卒研怀 ERS অন্নপূর্গার মনে পড়িল-গত অয়ন্ধনের পূর্বদিন বাড়ীতে পুইশাক স্নায়ার সময় ক্ষেত্তি আবদার করিয়া বলিয়াছিল-মা অৰ্দ্ধেকগুলো কিন্তু একা অামার, অৰ্দ্ধেক সব মিলে তোমাদেয় । BBSLLL BDBD DLSB DDD YBB LtgDDSLDLD DELDB DD ভাটা পড়িয়াছিল, সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন-বাকীগুলো কুড়ানো যায় না, ভোবার ধারের ছাই-গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুইশাকের তরকারি রুধিলেন। দুপুরবেলা ক্ষেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ভােগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু'এক বার। এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণ দেখিলেন উক্ত পুঁইশাকের একটুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন, জিজ্ঞাসা করিলেন-কিরে ক্ষেন্তি, আর একটু চচ্চড়ি দিই? ক্ষেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্ৰস্তাব সমর্থনা করিল। কি ভাবিয়া অন্নপূর্ণর চোখে জল আসিল, চাপিতে গিয়া তিনি চোখ উচু করিয়া চালের বাতায় গোজা ভাল হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায়হুরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফঁাদিবার পর কালীময় উত্তেজিত স্বরে বলিলেন-সে সব দিন কি আর আছে 'ভায়া ? এই ধরে কোিট মুখুয্যে-স্বভাব। নইলে পাত্রে দেব না, স্বভাব। নইলে পাত্রে দেব না ক’রে কি কাণ্ডটাই করলে-অবশেষে কিনা। হরিয়া ছেলেটাকে ধ’রে পড়ে, মেয়ের বিয়ে দেয়। তবে ব্লক্ষে! তার কি স্বভাব ? রাম বলে, ছ’সাত পুরুষে ভঙ্গ, পচা শ্লোত্রীয় ! পরে সুর নবম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে ? দিন দিন চলে যাচ্ছে। বেশী দূৰ ঘাই কেন, এই যে তোমার মেয়েট তেরো বছরের • সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন---এই খাবণে তেরোয় - --আহাঁ-হাঁ, তেরোয় আর ষোলোয় তফাৎ কিসের শুনি ? তেৱোয়। আর যোলোয় তফাৎটা কিসের? আর সে তেরোই হোক, চাই যোলোই হোক, চাই পঞ্চাশই হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীৰ্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্তে শুনি ? ও তো একরকম উজ্জ্বগও করা মেয়ে। অশীৰ্বাদ হওয়াও বা বিয়ে হওয়াও তা, সাতপাকের যা বাকী, এই তো । --সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে। আর আমরা বসে ব’স দেখব, এ তুমি মনে ভেব না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবন্ত ক'রে ফেলা।- পাত্তর পাত্তর। রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না ? : গরীব মানুষ, দিতে-খুতে পারবে না বলেই শ্ৰীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক ক’রে দিলাম। লেখাপড়া নাই বা জানলে ?? জজমেজেস্টার না হলে কি মানুষ হয় না ?--দিব্যি বাড়ী বাগান পুকুর- শুনলাম। এবার নাকি কুঁড়ির জমিতে চাটি আমন ধানও করেছে, ব্যস্-রাজার হাল! দুই ভাইয়ের অভাৰ কি ?--
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।