বিভূতি-রচনাবলী ইতিহাসটা হইতেছে যে, মণিগায়েয় উক্ত মজুমদার মহাশয়ের গুজটি কালীময়ই ঠিক করিয়া দেন। কোন কালীময় মাথা-ব্যথা করিয়া সহায় হরিয়া মেয়ের বিয়ের সম্বন্তু মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন। ৰে, কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনেয়। সুন্দ পৰ্যন্ত বাকী-শীয় নালিশ হইবে, ইত্যাদি। এ গুজব যে শুধু অবাস্তুর তাঁহাই নহে, ইহার BB DD DgDDDD BBDL gB BD K g kBB D BDBBS DBD DDBS পাত্ৰাপক্ষ আশীৰ্ব্বাদ করিয়া যাওয়ার দিনকতক পরে সহায় হরি টেব পান, পাত্ৰাট কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকাব-বধূর আত্মীয়-স্বজনের হাতে বেদম প্ৰহান্ন খাইয়া কিছুদিন নাকি শষ্যাগত ছিল। এ রকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা । সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবিলেবুব গাছের ফঁাক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে ক্ষেত্তি আসিয়া চুপি চুপি বলিল-বাবা, যাবে না ? মা ঘাটে গেল • সহায়হরি একবার বাড়ীর পাশে ঘাটের পথের দিকে কি জানি কোন চাহিয়া দেখিলেন, পরে নিয়স্বরে বলিলেন, যা শীগগির শাবলাখানা নিয়ে আয় দিকি ! কথা শেষ কবিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ কবিলেন। ইতিমধ্যে প্ৰকাণ্ড ভারী একটি লোহাব শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধবিয়া ক্ষেস্থি আসিয়া পড়িল-তৎপযে পিতা-পুত্রীতে সন্তৰ্পণে সম্মুখের দরজা দিয়া বহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল-- ইহাৱা কাহারে ঘরে সিদ্য দিবার উদ্দেশ্বে চলিয়াছে । অন্নপূর্ণ স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধয়াইবার যোগাড় করিতেছেন, মুখুয্যেDD DB i uB DBDB DBS EiDS K DBBL BBS BDDBDu DBD BD DB DDDB না, তুমি আমাদের নবায়াটা মেখে আব্ব ইতুব ঘটগুলো বার করে দিয়ে আসবে? মুখুয্যে-বাড়ী ও পাড়ায়-যাইবাব পথের বা ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, য়াংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহিব হইতেছিল। একটা লেজ-কোলা হলদে পাখী আমড়া গাছের এ-ভাল হইতে ও-তালে। যাইতেছে। দুৰ্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়ীমা খুড়ীমা, ঐ যে কেমন পাইটা-পাৰী দেখিতে গিয়া অন্নপূর্ণ। কিন্তু আয় একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুণি খুপি করিয়া একটা আওয়াজ হুইতেছিল -কে যেন কি খুজিতেছে “স্বৰ্গীয় কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণ সেখানে খানিকক্ষশ থমকিয়া দাড়াইলেন, পরে চলিতে BDBDBD DDBDBDSS DBB DDB DDB BD DDB DBBD DBDB BDDD ESELES E আরম্ভ হইল।
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।