মেঘ-মল্লার w>ፅጫ পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলাবলি করিতেছেন। যে, এরূপ শীত তেঁাহান্না কখনো জ্ঞানে দেখেন নাই । সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণ সরুচাকুলি পিঠার জন্য চালের গুড়ার গোল তৈয়ারী করিতেছেন। পুটি ও রাধী উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধী বলিতেছে-আর একটু জল দিতে হবে মা, অতি ঘন ক’রে ফেললে কেন ? পুটি বলিল-আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ? --ওমা দেখি মা, রাধীর দোলাই কোথায় ঝুলছে, এখুনি ধ’রে উঠবে। -- অন্নপূর্ণ বলিয়া উঠিলেন- সারে এসে বসে না, আগুনের ঘাড়ে গিয়ে না। বসলে কি আগুন পোহানো হয় না ? এই দিকে ক্ষমায় ! গোলা তৈয়ারী হইয়া গোল-খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণ গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন-দেখিতে দেখিতে মিঠে-আঁচে পিঠা টোপরের মতন ফুলিয়া উঠিল। পুট বলিলা-মা দাও, প্ৰথম পিঠাখন কানাচে ষড়া-ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি । অন্নপূর্ণ বুলিলেন-এক স্বাসনে, রাধীকে নিয়ে যা। খুব জ্যোৎস্ব উঠিয়াছিল, বাৰ্ডীয় পিছনে ধাড়া-গাছের ঝোপের মাথায় তেলাকুচে লতার sigश हिन! नां! ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধী খিড়কি-দ্বোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসি খসি শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে দুটিয়া পলাইল । পুট পিঠাখানা জোব করিয়া ছড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল । তাহার পর চারিধারের নির্জন বঁাশবনের নিস্তািন্ধতায় ভয় পাইয়া ছেলেমানুষ পিছু হটয়া আসিয়া খিড়কি-দায়জার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ कुशिों द्धि । পুটি ও রাধী ফিরিয়া আসিলে অন্নপূর্ণ জিজ্ঞাসা করিলেন--দি'ল ? পুটি বলিল—হঁ্যা মা, তুমি আর বছর যেখান থেকে নেবুক্স চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম • • তায়পর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্ৰায় শেষ হইয়া আসিয়াছে - রাতও তখন খুব বেশী। --জ্যোৎস্নায় আলোর বাড়ীর পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখী ঠক্-বু-বু-বু শব্দ করিতেছিল, তাহার স্বপ্নটাও যেন ক্রমে তন্ত্ৰালু হইয়া পড়িতেছে - দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে हां९ दलिझा ऐल-निश् िदg डोनवांगड’ তিনজনেই খানিকক্ষণ নিবাক হইয়া বসিয়া রহিল, তাহায় পর তাহদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা-আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল-“যেখানে বাড়ীয় সেই লোভী মেয়েটির লোভের স্থতি পাতায়-পাতায় শিরায়-শিরায় জড়াইয় তাহার কড় f、現 >-&s
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।