988 g विडि-ब्रश्नावली প্ৰায়ই বৌদিদির সঙ্গে দেখা হত। এখন আমরা ভাই-বোনের মত হয়ে উঠেছিলুম, সেই রকমই পরস্পরকে ভাবভুম। একদিন আসছি, ফ্ল্যানেল শার্টের একটা বোতাম আমার ছিল না । বৌদি জিজাসা করলেন-এ কি, বোতাম কোথায় গেল ? আমি বললুম-সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানিনে কাজেই ঐ অবস্থা। তায় পরদিন দেখলুম, তিনি চি-বিতে বোতাম সমেতই এসেছেন। আমি বললুমযৌলি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পূরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে। আপনি বরং চিটা আমায় দিন, আমি বাড়ী গিয়ে চেষ্টা করব এখন। DD BB DBDiYiiD BsS BuDB D DD DD DB DBBS BD uBB এসে এদিকে। বাধ্য হয়ে সরেই পেলুম। তিনি বেশ নিশ্চিন্ত ভাবেই বোতাম পরাতে লাগলেন। ডক্সটা দেখলুম। তার চেয়ে আমারই হ’ল বেশী। ভাবলুম, বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো প্ৰয় সমস্ত কষ্টটা ওঁকেই ভুগতে হবে { একদিন বৌদিদি জিজাসা করলেন-বিমল, গোকুল-পিঠে খেয়েছে ? আমার মা খুব ভাল গোকুল-পিঠে তৈরী করতেন, কাজেই ওজিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম-সোঁ কি রকম বৌদি ? আয় রক্ষণ নেই। তার পরদিনই বিকাল বেলা বৌদিদি কলায় পাতে মোড়া পিঠে নিয়ে হাজির । আমায় বললেন-তুমি এখানে আমার সামনেই খাও। ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো আমি বললুম-সৰ্ব্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এলে পড়বে, সে হয় না, আমি বাড়ী গিয়েই খাব। বৌদি ছাড়বার পাত্রীই নন, বললেন-না, কেউ আসবে না বিমল। তুমি এখানেই খাণ্ড । BBBS BB gi BDDB BDD DS BDDBD DuDD DBB DBu uuD uuDuDBDB DB বোধ হয়। মতুন করতে শিখেছেন, ধারগুলো পুড়ে গিয়েচে, আম্বাদও ভাল নয়। বললুম-বাঃ বৌদি, বড় সুন্দর তো ! এ কোথায় তৈরী করতে শিখলেন? আপনার বাপেয় বাড়ীর দেশে বুকি ? BDDB BB DBDB DDB DDB D DDBBB BDBiSYi iDDS DDB DBDB এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভাল খাবার করতে জানেন, তঁর কাছে শিখে मिभूईिशॉम । তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে সেই গোকুল-পিঠের পুনরাবৃত্তি চলল। ঐ যে বলেছি, আমার ভাল লেগেছে, আর রক্ষা নেই। sąy51zył wigi কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু ক’রে জন্মছিল, জীবনটাকে
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।