-: ♥e8ፃ E D DBBD BBBDD BBB KGLS BBz iDSiiBB BBB EBE BB BuuB BLuuu খাচায় পাখীর মত আবন্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চ’লেও যেতাম। এতদিন । এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তঁরই আগ্রহে স্নেহ-মায়ে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে, তাদের কারখানা থেকে কাচের কাজ শেখাবার জন্তে ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে, অতএব, আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্ৰ যেন মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাচের কারখানার Rys পত্র পেয়ে সমস্ত স্নাত আমার ঘুম হ’ল না। ইউরোপ-আমেরিকা! সে কত উৰ্ম্মিসঙ্গীত-মুখরিত শ্যাম সমুদ্রতট-কত আকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মত ছোট ছোট দ্বীপ, ঐ ক্যািসক, ঐ সিসিলি ! নতুন আকাশ, নতুন অনুভূতি। “ডোভারের সাদা খড়ির পাহাড়-প্ৰশন্তু রাজপথে জনতার দ্রুত পদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম্কোট রোড-বার্চ উইলো পপলার-মে'পল গাছের সে কত শ্যামল পত্রসম্ভার, অামার কন্নলোকের সঙ্গিনী কনক-কেশিনী কত ক্লারা, কত মেরী, কত ইউজিনী । -- পরদিন সকালে পত্র লিখলুম-আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেইদিনই নোটিশ দিলুম, পনেরো দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভাল ছিল না, উপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম। দশ বারো দিন পরে নীচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্ৰকাশ করলেন-বিমল, বড় গুণের ভাই তো ! আজি চার-পাঁচ দিনের মধ্যে বোনটা বঁাচল fi 's vs cate rise a আনি বললাম।--বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হ’ত! বোনেরাই ভাইয়েদের জন্যে কেঁদে মরে, ভাইয়েদের দায় পড়েছে বোনন্ধের ভাবনা ভাবতে। দুনিয়াশুদ্ধ ভাই-বোনেরই এই অবস্থা । বৌদিদি খিলখিল ক’রে হেসে উঠলেন। এই তরুণীয় হাসিটি বালিকার মত এমন মিষ্ট নিৰ্ম্মল যে এ শুধু লক্ষ্মীপূর্ণিমার রাতের জ্যোৎস্নার মত উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার DB DBBBBKYLA E SS EE LLLLLLB DDLDB DDBSSL EL DD LLDB আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না ? কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যা, তা সত্যি সত্যি মাকে কবে আনছে ? . আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলি নি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলুম, সেই তো iBDBDuuDu BBS BBD DBB BD SS Di BDBDB DDB BBBDD DS LDBDD DuuDuD uB ভাব-বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জান ? তোমাদের স্নেহ-পাজদেয় বিদায়ের বাজনা যে বেজে উঠেছে। এ সম্বন্ধে এ রকম অজ্ঞান কেন ?
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।