tes क्झािंड्-िब्रष्नांबी কত ধৈৰ্য্যের সঙ্গে নতুন মশালচী আলো জালাতে লাগল, যাদের নিবে যাচ্ছিল তাদের বায় বার ফু দিয়ে-কত অসীম ধৈৰ্য্যের সঙ্গে। সকলেরই জলিল। ছোট ছোট জলন্ত মশাল হাতে শিশুরা নাচতে নাচতে আনন্মভরা হাসিমুখে অন্ধকার কুঞ্জপথের এদিকে ওদিকে বেরিয়ে কোথায় সব চলে গেল। আর কোথাও কেউ নেই। অপর কোন অরণ্যানীর গহন নীরব পুঞ্জীভূত অন্ধকার দূর করতে, অপর কোন অনাগত বংশধরদের হাতের মশাল অমনি করে জেলে দিতে। নিত্যকালের ওয়া হ’ল যে মশালচী। I vt vi, Aat, eror পনের বৎসর আগের এক সন্ধ্যা হঠাৎ বড় স্পট হয়ে মনে পড়লো। বাড়ীর পিছনের বড় কঁঠালগাছটায় রাঙা শেষ সুৰ্য্যান্তের রোট্রকু লেগে আছে, গাছে পাতায়, বাশবনে, কঁঠালগাছের তলায়। পথের ধারের শেওড়াবনে অন্ধকার নেমে আসছে, বিবি পোকা ডাকছে, পাচিলের পুরোনো কোন কোণে, মাটির ঘরের দাওয়ায়, খন্ডের চালের নীচে। সন্ধ্যায় শাখ বেজে উঠলো, চারধারে কাক, ছাতায়ে, ঘুঘু, নীলকণ্ঠ, শালিখা পাখীরা ছায়াভিরা আকাশ যেয়ে বাসায় ফিরছে।--তখনকার সেই দিনটির আশা আনন্দ আকাঙ্ক্ষা আকুল vis আজকের এই সন্ধ্যায় আকাশটির রং ধেমান মুহুর্ভে মুহূৰ্ত্তে বদলাচ্ছে, কোথাও ওই তুতের রং এখনই কালো হয়ে উঠছে, কোথাও রোদের সোনার রং ধূসর হয়ে গেল। মেঘের পাহাড় সমূদ্র হয়ে যাচ্ছে, সমুত্র দেখতে দেখতে পাহাড় হয়ে উঠল। রক্তের পুকুর-চোখের সামনে নীল মাঠ হয়ে যাচ্ছে। পৃথিবীটাও ঐ রকম মূহুর্ভে মুহূৰ্ত্তে পরিবর্তনশীল-সূৰ্য্যান্তের এই আকাশে যেমন মুহূৰ্ত্তে মুহূৰ্ত্তে বহুৰূপীর মত রং বদলাচ্ছে ঠিক ঐ রকমই আকাশ যেন একটা মন্ত দৰ্পৰ্শ-পৃথিবীর এই অহরহ পরিবর্তনশীল রূপ ওতে যেন সব সময় ধরা পড়ছে। তাই BL gDD B uBDD ELLB BL DD তরল আনন্দ আধ্যাত্ম জীবনের পরিপন্থী নয়। Sadness জীবনের একটা বড় অমূল্য TSRF geg-Sadness fisi ki profundity writo i -cq și KV vir ofta আকাশের তারা সংখ্যায় ও উজ্জ্বলতায় অনেক বেশী হয়, তেমনই বিষাদবিন্ধ প্ৰাণের গহন গভীর গোপন আকাশে সত্যের নক্ষত্রগুলি স্বতঃস্ফূৰ্ত্ত ও জ্যোতিষ্মান হয়ে প্রকাশ পায় -তরল জীবনানন্দের পূর্ণ জ্যোৎস্নায় হস্তৃত তারা চিরকালই অপ্রকাশ থেকে যেত। co ferir se enotional sadness áxto grt y r ሀ ቘwtማ ማ}ኻስ ኣሕቑ፡ l! এই প্রশ্ন একদিন নিউটনের, কেপলারেয়, গ্যালিলিওর মনে উদয় হয়েছিল। সকলেয়াই যনে এ প্রশ্ন উদয় হওয়া উচিত। জগতে দুদিনের জন্য আসা-এই জগতের ফলে, জলে, BS BDD EBBB BDD uBD DB D YYBD DKLD DD iBiD DBB LDB L
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।