e विश्ड-ब्रहमांवजी গদা পায় হয়ে পাটনায় বৈকুণ্ঠবাবুর ওখানে ফিরে এলাম। হাসান ইমামের যে নতুন বাষ্ট্ৰীটা উঠছে তারই কাছে জ্যোৎস্নায় দাড়িয়ে দাঁড়িয়ে সেই কথা ভাবা, তারপর সেই কালীর সঙ্গে সালম্বা, সেই রাজকীয় যাওয়া, সেই বঁাশের বন, শোনা ভাণ্ডার, সেই চেনে, হরনৌৎ, শোঅদ্ভুত নামের স্টেশন সাব-সেই গড়িয়ার জেলার জ্যোৎস্না দেখতে দেখতে সাড়ে আটটায় গাষ্ঠীতে রাজপুর ঘোরা সেই জাদিপাড়াকে ভাবতাম কতদূরের দেশটা! কতদিন পরে আজি মনে হোল সেই তারামোহনের পুরানো বাড়ীটার কাছ দিয়ে পথ বেয়ে কাদের বাষ্ঠী গিয়েছিলাম -সেই কলকাতায় হাওড়ার পুলের কাছে অন্তু ভিখারিণীকে রাজিতে জিজ্ঞাসা حملة এই অনবরত ভ্ৰাম্যমাণ জীবন। ঘুরতে হবেই যো-পথে যে নেমেছি-এই যে এখন তােহলীলদার খবব দিলে রংবার লোক লালকিষন সিংকে মেরেছে- এদেশের এই এখন খুনকার -আমাদের গ্রামের হয়ত এইরকম খুনকার আছে-হানিভাজায় কি বৰ্দ্ধনবেড়েতে জ্ঞাকাতি হয়েছে-যাই হোক আমি পথে নেমেছি। আমি কিছুর মধ্যে নেই, অথচ সবে মধ্যেই আছি-জগতের এই অপূৰ্ব্ব গতির রূপ আমার চোখে পড়েছে। আমি আজন্ম পথিক-পথে বেরিয়েছি সত্যবাবুর বাষ্ঠীতে যে দিন থেকে নেই-অনেক কাল আগে সেই ১৯০৮ সালে, এক সন্ধ্যায় বেহায়ী ঘোষের বাড়ী মাণিকের গান হোল-পরদিন জিনিসপত্র নিয়ে সেই ৰে বোড়িং এ এলাম-কি ক্ষণে বাষ্ঠীর বাইরে পা দিয়েছিলাম জানি না-সেই বিদেশবাস শুরু হোল। পবে। আর বাবাকপুরকে বারমাসের জন্য একবারও পাইনি-হারিয়ে হারিয়ে পেয়ে আসছি-কত জগদ্ধাত্রী পূজাব চুটিতে, গুস্তফ্রাইভের দুটিতে, বড়দিনে, পূজায়—শনিবাব পেয়ে এসেছি ছেলেবেলায়-এখনও অন্য ভাবে পাই। এখনও তো শৈশবের স্বপ্ন দেখা সে সব দেশ দেখতে বাকী আছে, পথে যখন বেরিয়ে পড়েছি তখন সত্যই কি সে সব বাদ থেকে যাবে ? a fiscay, set 1 আজও কালকায় ষোড়া চড়াটা ভাল লাগল। আজ একটু বেলা গেলেই বেঙ্কলাম। লালকিযন সিংএর বাসার পথটা দিয়ে, কালোয়ার চক হাটের পথ দিয়ে যখন বাছি তখন দুৰ্য্য ডুবু ডুৰু। যেতে হবে বটেশ্বরনাথ পাহাড়ের এপার। খুব জোরে সুখটিয়া কুলবনের ভিতর দিয়ে ঘোড়া দুটিয়ে দিলাম। ষোড়ার এই চলাটা আজকাল বড় আয়ামের মনে হয়। BBBB BB LBB EErrL B S DBBKKCB DB BBDD LS LLLLL LLLLz বেলা যাওয়াতে আর না থেমে সোজা বেরিয়ে গেলাম। কুতরুটোলায় মধ্যে মেয়েরা ইদারায় জল নিতে আসছে, সেই জন্যে আস্তে আন্তে চালিয়ে বাইরেীয় মাঠটিায় পড়ে আবার জোয়ে দুটলান। কল্পটোলার সামনে দিয়ে কলাইক্ষেতগুলোর পাশ দিয়ে এসে একটা উচু আল পায় হলাম-সেজায়গাটি বড় নির্জন, একটা ছোট অশ্বখ গাছ, বনৰোপ, সন্ধ্যায় ঘন L LLL BBBB BDL KK BSDDBYS S BB BBBB BB BBL LL KEr DD
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।