পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা (s) অতিক্স লাঠিয়াল প্ৰথম আঘাতেই প্ৰতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে দেয়, তারপর আর তার উঠবার ক্ষমতা থাকে না। “পথের পাঁচালী’ লিখতে বসে অলঙ্কারটা একটু মারাত্মক হ’ল, তবে জুৎসই সন্দেহ নেই। বিভূতিভূষণের প্রথম গ্ৰন্থ পথের পাঁচালী অভিধাতে আজ প্ৰায় দুই প্রজন্মকাল বাঙালী পাঠক লেখকের কাছে আত্মসমৰ্পণ করেছে। প্ৰথম গ্রন্থেই পাঠকের হৃদয় জয় করবার দৃষ্টান্ত মাঝে মাঝে পাওয়া যায়। দুৰ্গেশনন্দিনী এইরকম একটি উদাহরণ । এই রীতির ভালো মন্দ দুই-ই আছে। ভালোর দিক এই যে “খুলিলে মনের দ্বার না লাগে। কপাট', পাঠকের হৃদয়-প্রবেশের পথ অবারিত হয়ে যাওয়ায় পরবর্তী রচনাসমূহ সহজেই সেখানে প্ৰবেশ করে । মন্দির দিকে প্রথম দানেই বাজী মাৎ কয়বার ফলে লেখক অনেক সময়ে অসাবধান হয়ে পড়েন, প্ৰথম গ্রন্থে স্বাভাবিক ভুলগুলিকে পরবর্তীকালে সংশোধন করবার দিকে তেমন মনোযোগী হন না। ব্লখের বিষয় বঙ্কিমচন্দ্র ও বিভূতিভূষণ এই শোচনীয় দৃষ্টান্তের &rfr୍ୟ । সাহিত্যক্ষেত্রে অঙ্গ জাতের উদাহরণ রবীন্দ্ৰনাথ ; অপরিণত বয়সে নিতান্ত অপরিণত রচনা নিয়ে আবির্ভাব। পাঠক-সমাজের চোখের উপরে ধীরে ধীরে তঁর পরিণতি হয়েছে, কখন ষে পরিণতির পূর্ণাবস্থায় পেঁৗছলেন পাঠক খেয়াল করতে পারেন নি। এ যেন মেঘলা দিনে সূর্যের অভিক্রমণ। বেশ বুঝতে পাৱা যাচ্ছে সূৰ্য উচ্চতর আকাশে উঠছে, কিন্তু ঠিক কখন কতদূর উঠলো পুরোপুরি বুঝতে পারা যায় না, হঠাৎ একসময় মেঘ কেটে গেলে দেখা যায় মধ্যগগনে প্ৰচণ্ড সুৰ্য দীপ্যমান। তবেই দেখা যাচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে দুই শ্রেণীর রীতিরই উদাহরণ। বর্তমান । পথের পাঁচালী বিভূতিভূষণের সবচেয়ে জনপ্রিয় গ্ৰন্থ, পথের পাঁচালীর হুবাদেই তিনি সর্বত্র পরিচিত, অনেকেই পরবর্তীকালে পরিণততর গ্রন্থের নামটা পৰ্যন্ত জানেন না। আবার পথের পাঁচালী চলচ্চিত্রের কল্যাণে ভারতের বাইরেও তার একটা পরিচয় আছে ( যদিচ প্ৰযোজক সত্যজিৎ রায়ের নামটাই অধিকতর পরিচিত ) । বইখানার ইংরাজি ও ফরাসী অনুবাদ হয়েছে। (এক্ষেত্রেও সাহিত্যের উপরে ছবির জিৎ, কারণ ছবির গল্পটাই অনুবাদে প্ৰকাশিত । ) ছবিতে পথের পাঁচালীর নাম সুবিদিত হলেও পথের পাঁচালীশ্ব যথার্থ রস পরিবেশিত হয়েছে কিনা যথাস্থানে তার আলোচনা করবো । পথের পাঁচালী গ্ৰন্থখানা প্ৰকাশিত হয়ে বাঙালী পাঠকের হৃদয় জয় করেছে। সত্য, কোন গুণে সম্ভব হলো বর্তমান আলোচনায় সেটা অন্যতম বিবন্ধ। গ্ৰন্থখানা নানা আকারে ও ৰূপান্বরে বিদ্যালয়ে পাঠ্য হওয়ায়, সংক্ষেপিত ও পূর্ণাঙ্গ সংস্করণ বাজায়ে প্রচলিত থাকার এবং সর্বোপরি চলচ্চিত্রে পরিণত হওয়ায় পথের পাঁচালী ও তার লেখককে নিয়ে একটি Legend