পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w &l/* সবচেয়ে প্ৰবীণ নাবালক হরিহর রায় নিজে। এমন জাতি-নাবালকের পুত্র কখনো ষে সাবালক হবে এ যেন নৈসৰ্গিক নিয়ম লঙ্ঘন। সংসারে এত যে দুঃখ-কষ্ট অভাব-অনটন তবু হরিহরের আশাবাদ অটল। এই দুরপনেয়। আশাবাদ চিরশিশুর লক্ষণ । বিধুতে সিন্ধু দর্শন তার মঞ্চজ্ঞাগত । কোথায় কোন গ্রামে এক সম্পন্ন কায়স্থ গৃহী কথা প্রসঙ্গে বলেছিল যে হরিহর ঠাকুরের কাছে মন্ত্র নেবে। এ কেবল কথার কথা, কিন্তু হরিহয় তাকে সার কথা বলে ধরে নিয়ে আশার সৌধ গঠন করতে শুরু করল। কৃষ্ণনগরের অনির্দিষ্ট কারো কাছে অনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে অনির্দিষ্ট ভাবে গেলে অনির্দিষ্ট একঠা কিছু জুট যেতে পারে। অতএবং সুনির্দিষ্ট পয়সা খরচ করে চললে সেখানে হরিহর। এমন অনির্দিষ্ট স্বর্ণমৃগয়ায় ধাবমান হওয়ার অজস্র দৃষ্টান্তু বইখানিতে আছে। সর্বদাই শেষ পরিণাম নৈরাশ্য , শুধু তার আশাবাদ BB EB D S DBB BBB E BBDL LcLS LLtLS LLLLLLS DBu S rOuSBBDDBDBB BBB BBDB পাঠককে তার গুণগ্ৰাহী করে তোলে। এ ব্যক্তি যদি নাবালক না হয় তবে নাবালক আর কাকে বলে । অবশেষে সে একদিন সপরিবারে কাশীযাত্ৰা করেছে, সেখানে নাকি তার আশা তরু ফািলবান হয়ে উঠবে। এ হেন লোককে নিসে কি করা যায় ! অপু ও দুর্গা বয়সে tLYKLB DBBBS DDBDB Bg BDtD SYELDOuO BS DS DBB DDSBiBBB পোড় খেয়ে সর্বজয়ার যেন একটু ব্যস হয়েছে, ৩লু একখণ্ড কুঁচকে দুমূল্য হীরকখণ্ড মনে করতে তার বাধে না , ধনীর পুত্র নীবোনের সঙ্গে দুর্গার বিবাহের প্রস্তাব করে চিঠির পরে চিঠি লিখতে তার আটকায় না। এই নাবালকের সংসারে না পড়লে আর দশজনের মতই একদিন সে সাবালক হতে পারত। স্থানমাহাক্স্যে সে নাবালকই রয়ে fUS | আর শুধু পাত্র-পাত্রীই বা কেন, হরিচর ব্লার পরিবারের মায়াগঞ্জীর মধ্যে প্রবেশ করলে প্ৰবীণ পাঠকও হঠাৎ নাবালক হয়ে পড়ে। বয়স ও বিযোজাত অভিজ্ঞতা কপূবের মত উবে গিয়ে তার খেলা শুরু হয়ে যােষ অপু ও দুর্গার সঙ্গে ৷৷ ও ”স্ব সাহসৰ্যে আবার সে নিজের শৈশবে ফিরে গিয়েছে । তখন তার কাছে আর কিছু অবিশ্বাঙ্গা অসম্ভব বলে মনে হয় না । তখন কঁাচের টুকরো তার কাছে হীরের টুকরো বলে মনে করতে বাধে না, তখন চিনি মুখে দিয়ে অমৃতের স্বাদ পায়, আর যাত্ৰাদলের অভিনেতাদের রামায়ণ মহাভারতের প্রতিমূৰ্তি বলে বিশ্বাস করে। বাস্তবিক পথের পাঁচালী { আম আঁটির ভেঁপু।) আমাদের সমষ্টিগত শৈশব, ঐ মায়াপুরীতে প্ৰবেশ করলে শৈশবের সোনাৰ কাঠি স্পর্শে বয়সের জড়তা ভেদ করে জেগে ওঠে আমাদের শিশু চিত্ত। এই শিশুকেই আমরা দেখতে পাই Wordsworth-এৰ বিখ্যাত “We are seveu” কবিতায় এবং রবীন্দ্রনাথেব ‘শিশু ভোলানাথ’ কাব্যে। অপু এ দুইয়ের কোনটাতেই বেমানান হতে না । ** কালকে নাগের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, কালনাগ । নাগের দুটি মূৰ্তি - একটি সরল, দীর্ঘ, আরেকটি কুণ্ডলীকৃত। কালেরও ৬াই । সাধারণ লোক সরল ও দীর্ঘ কাপটির সঙ্গেই পরিচিত। তৰে চির-শিক্ত বিয়াজ করে ঐ কুণ্ডলীকৃত রূপের উপরে, যেখানে কাল বিন্দুতে