স্মৃতির রেখা 8¥ቋ(© সুন্দর-অপূৰ্ব জ্যোৎস্নায় মনে ভাবছিলাম ভরতদের ঘরে বসতো যে বালকট, কঞ্চি নিয়ে খেলা করত সে-এসব Egotism ছেড়ে এলাম। তবুও এই ঘোড়া চড়ে জ্যোৎস্না ওঠা জঙ্গলের মৃদু সুস্ৰাণ উপভোগ করতে কয়তে ঐ কথাটা কেবলই মনে হচ্ছে। I Tet-sfSF, savir পরিশিষ্ট ৷ সাহিত্যের কথা সাহিত্য যদিও সৰ্বসাধারণের মধ্যে আন্তরিকতম মিলনের যোগসূত্রস্বরূপ এবং যদিও চারিপাশের মানুষকে বাদ দিয়ে এখানে কোন স্বষ্টি সার্থক হওয়া দূরে থাক প্ৰায় সম্ভবই নয়,- তবুও সাহিত্য-স্বাক্ট লোকালয়ের হাটের ঠিক মাঝখানে এসে দাড়িয়ে করবার নয়। কবি সাহিত্যিক আর্টিস্টদের মধ্যে এক ধরনের সহজাত নিঃসঙ্গতা থাকে। সার্থক রসসৃষ্টি, সাধারণ দৈনন্দিন জীওনোন্তীর্ণ বৃহৎ আনন্দলোকের আবাহন,--যার জন্য প্রতি শক্তিশালী কবি-মানসেই আত্মপ্রকাশের প্রেরণাময় এক ধরনের অনিৰ্দেশ্য-ভগবাবেগ তার শ্রেষ্ঠ মুহুৰ্ত্তগুলিতে সঞ্চারিত হয়, এর জন্যে আর্টিস্টের প্রয়োজন আপনি ‘আইডিয়া’র আবহাওয়ায় ধত বেশীক্ষণ সম্ভব এবং যত গভীরতমরূপে সম্ভব বাস করা। দুঃখবেদনা, হাসি-অশ্ৰ, সমস্যা-বিজডিত অপৰূপ মানুষের জীবন এবং জগৎ তার লেখার মাল-মশলা,-কিন্তু নিরাসক্ত আনন্দে তিনি স্বষ্টি করে চলেন। কবি-সাহিত্যিক আপনার জন্য লেখেন, সে হচ্ছে তার আত্মপ্ৰকাশ, অস্তিত্বের সেই একমাত্র রূপের মধ্য দিয়ে তিনি আপনাকে উপলব্ধি করেন। কিন্তু একই সঙ্গে তিনি সকলেরই জন্য লেখেন। কারণ তিনি জানেন ভালবাসার অলোকক্ষেপ ব্য* ত দৃষ্টিতে সত্যকারের বর্ণ ফোটে না, প্রেম ও এক ধরনের নৈর্ব্যক্তিক দৃষ্টি ব্যতীত বাস্তব জগৎ এবং মানব-হৃদয়ের গহনতম রহস্য উদঘাটিত হওয়ার নয়। আপনাকে প্ৰতি মুহূর্কে পূর্ণ করে ও প্রতি মুহূর্বে তিনি আপনাকে অতিক্রম করে যান। চারিপাশের মানব-সমাজ সম্বন্ধে তিনি শুধু চিস্থ করেন এই নয়, এর অন্তরতম হৃদয়-স্পন্দনকে তিনি একান্তভাবে অনুভবের চেষ্টা পান,--তাই তো তিনি তার শ্রেষ্ঠ প্রেরণার ক্ষণে যখন কথা বলেন, তখন তাতে সব দেশ সব কালের বিশ্বমানবের কণ্ঠ বাজে, জীবনের মূলতম রহস্যের আবেগ সেখানে একান্তভাবে সঞ্চারিত হয়। সুতরাং সকলেরই সঙ্গে আপনাকে নিরন্তর যুক্ত রেথে তার সাধনা। তবুও, মনের দিক দিয়ে তার পক্ষে চরম একাকীত্ব একটি প্ৰকাণ্ড সত্য-অপরিহাৰ্য্য এব- প্রয়োজনীয়ও । ‘রিয়্যালিটিকে বুঝতে হলে, বা বুঝে তাকে যথাযথ আঁকতে হ’লে তাতে জড়িয়ে গিয়ে আমরা তা পারি না-কর্মকোলাহলের ঠিক মাঝখানে অথবা লোকলোচনের অত্যন্ত স্পষ্ট পাদপ্রদীপের সামনে অনুক্ষণ থেকে আমরা তা পারি না । সাহিত্যের কী মূল্য। ঘন এক টুকরো কবিতা, অনবদ্য একটি ছোট গল্প, নিবিড় রেশমূয় f.斎。 >ーミリア
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।