•لمe বউ চণ্ডীয় মাঠ গল্পটি ইচ্ছা করেই শেষেয় অন্তে রেখেছি। এ-ও এমন একটি গল্প যাতে গল্প BD BD iBBiB BB LBBSS BBBB B BBLBBSB uu BDLDB D YD BDB DBD BB DBBBBB BESYD DBD iiiD DDD DDDDDD DDD জানিবার কথা, কিন্তু সমস্ত পাঠক তো তেমন সৌভাগ্যবান নন। (e) বিভূতিভূষণ আর এক শ্রেণীর গ্রন্থ লিখেছেন, সে-সব মিশ্র উপাদানে গঠিত বলে তাদেব কি নামকরণ করব ভেবে পাই নি। স্মৃতিত্ব বেখা, তৃণাকুর, উর্ষিমুখর, উৎকৰ্ণ, হে অবশ্য কথা কও প্রভৃতি এক দেহে রোজনামচা, ভ্রমণকাহিনী, গল্প ও আত্মচিন্তা। ঠিক এ শ্ৰেণীয় বহু বাংলায় আর আছে কিনা মনে পড়ছে না । এ স্ট্রীতিটা অভিনব বলেই বোধ করি এসব বই পাঠকের কাছে তেমন পরিচিত নয়, আর গল্প উপন্যাসের মতো যে জনপ্ৰিষ হবে না, এ তো খুবই স্বাভাবিক। এক এক সম্বষে মনে ভাবি এ জাতীয বই লিখবার প্রেবণা কোথায্য ? বিষযটি আলোচনা করতে গেলে দেখা যাবে যে বিভূতিভূষণের গল্প উপন্সাস ও এই বচনাগুলি সমরণ ও সমরীতিক। উপন্যাস রচনার শেষে যে বাড়তি উপাদান হাতে থেকে গিয়েছে তাই দিয়ে এগুলি নির্মিত। এইসব রচনাক্সও ফলশ্রুতি একটি পরিপূর্ণ রচনাপ্নাঠের আনন্দ লাভ। রাজ শেখৰ বনু বলতেন, বিভুতিবাবু যাই লিখুন না কেন তা সুখপাঠ্য ও তৃপ্তিদায়ক । কোন লেখকের সম্বন্ধে এর চেযে উচ্চকোটির প্রশংসা আৰ আছে কিনা জানি না। আর সব বাঙালী উপন্যাস ও ছোটগল্পের লেখক পাঠককে মুগ্ধ করেছে গল্প দিকে বিভূতিবাৰু মূল করেছেন গল্প না দিয়ে। গল্পের বদলে নিজের ব্যক্তিত্বটিকে চোলাই করে ঢালাই করে বিতরণ করেছেন পাঠকদের পাতে। তাই বিভূতিভূষণ তাঁর রচনার চেয়ে প্রিয়ঙর। এখানেই উন্ন অমািয়তায় রহস্য । শ্ৰীপ্ৰমথনাথ বিলী
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।