পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী t পুটুলি বাধা কতকগুলো ছোড়া লালপাড় শাড়ী-সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্ববীর, একটা পিতলের চাদরের ঘটী, একটা মাটিয় ছোবা, গোটা দুই মাটির ভঁড়। পিতলের ঘাটীতে চালভাজা তুৱা থাকে, রাত্রে হামানদিস্তা দিয়া গুডা করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভঁড়াগুলার কোনটাতে একটুখানি তেল, কোনটাতে একটু নুন, কোনটাতে সামান্ত একটু খেজুরের গুড় । সৰ্ব্বজয়ার কাছে চাহিলে সব সময় মেলে না বলিয়া বুড়ী সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেঁটুরার মধ্যে সঞ্চয় করিয়া ব্ৰাখিয়া দেয়। DBB t t BB BDBB DDS DBBL YED SL GLDD BBB BB LLLLLL ঘরের দাওয়ায় ছেড়া-কঁথা-পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পৰ্যন্ত একমনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকী বলে-পিতি, সেই ভাকাতোৱ গশ্নটা বলতো ! গ্রামের একঘর গৃহস্থবাড়ীতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়, খুকী ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া DD DDBBDD BiD DDD SSS BBBB BD kEDB BBDB BDDBDDBD BDD DD ggi বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরুণ কত প্ৰশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এরকম ধৈৰ্য্যশীল শ্রোতা পায নাই, পাছে মরিচ পড়িয়া যায়, এইজন্তু তাহার জানা সব ছড়াগুলিই আজকাল প্ৰতি সন্ধ্যায একবার ক্ষুদ্র ভাইঝিটির কাছে আবৃত্তি কৰিয়া ধাৱ শানাইয়া রাখে। টানিয়া টানিয়া আবৃত্তি করে ও ললিতে চাপাকলিতে একটা কথা শুনসে, রাধার ঘরে চোর ঢুকেছে এই পৰ্য্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্ৰতীক্ষার দৃষ্টিতে ভাইঝির দিকে চাহিয়া থাকে। খুকী উৎসাহের সঙ্গে বলে-চুলোবাধা এক-মিনসে -“মি” অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট্ট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে কুকাইয়া পদষ্ট উচ্চারণ শেষ করে। অগরি আমোদ লাগে খুকীর। তাহার পিসি ভাইঝিকে ঠিকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদপুরাণের জন্য ছাডিয়া দেয়, যাহা হয়তো দৃশ-পনেরো দিন বলা হয় নাই-কিন্তু খুকী ঠিক মনে রাখে, তাহাকে ঠকানো কঠিন। খানিক রান্ত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া ঘাষ। '