দ্বিতীয় পরিচ্ছেদ হিন্ধিহয় রায়েৰ আদি বাসস্থান যশঙ্কা-বিষ্ণুপুরের প্রাচীন ধনী-কংশ চৌধুরীরা নিষ্কর ভূমিদান করিয়া যে কয়েক ঘর ব্ৰাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়া ছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহদের মধ্যে একজন। বৃটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসঙ্কুল ও ঠগী, ঠ্যাঙড়ে, জলদসু্য প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ভাকাতের দল প্রায়ই গোয়াল, বাগচী, ৰাউৰী শ্ৰেণীয় লোক। তােহাৱা অত্যন্ত বলবান-লাঠি এবং সড়কী চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্ৰান্তে ইহাদের স্থাপিত ভাকাতে-কালীর মন্দিরের চিহ্ন এখনও বর্তমান আছে। দিনমানে ইহারা ভালমানুষ সাজিযা বেড়াইত, রাত্রে কালীপূজা দিয়া দূৱ BBuDD BBDD u DBBBDB DDD BBDSS SBDDDB BDBDB BDBD uBDD DDBDB তাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলা দেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূলভিত্ত্বি যে এই পুৰ্ব্বপুরুষসঞ্চিত পুষ্ঠিত ধনরত্ন, যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন, তােহাৱা ইহাও জানেন। বিকুয়াম রায়ের পুত্র বীর ঘায়ের এইৰূপ আখ্যাতি ছিল। তঁহার অধীনে বেতনভোগী ঠাঙাড়ে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তয়ে ষে কঁচা সড়ক ওদিকে চুয়াডাঙা হইতে অ্যাসিয়া নবাবগঞ্জ হুইয়া টাকী চলিয়া গিয়াছে, ওই সড়কের ধাৱে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাগুঞ্জার মাঠের মধ্যে, ঠাকুরবি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঞ্জাড়েদের আড়া। পুকুরধারে প্রকাও বটগাছের তলে তােহাৱা লুকাইয়া থাকিত এবং নিৰীহ পথিককে মারিয়া তাহার লুথাসৰ্ব্বস্ব অপহরণ কিরিত। ঠ্যাঙভেদের কার্য্যপ্ৰণালী ছিল অদ্ভুত ধরণের। পথচলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাঁহাকে মারিয়া ফেলিয়া। তবে তােহাৱা তাহার কাছে অর্থান্বেষণ করিত-মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে, দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাস, গুজিয়া মাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুরীপাড়ের গাছতলায় ফিরিয়া মাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে, সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরবি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, চেন্ধ আনা ভয়াট হুইয়া গিয়াছে-ধান আবাদ করিবার সময় চাষীদের লাঙলোয় ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে नामू७ छैछैब्रा बांहक । শোনা যায় পূৰ্ব্বদেশীয় এক বৃদ্ধ ব্ৰাহ্মণ বালক-পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকী শ্ৰীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কান্তিক মালয় শেষ, কন্যার বিৰাহের অর্থসংগ্রহের জন্য ব্ৰাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন, সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র DS BB DDBDB uuB BiBDBD DDD SDDBB DDB D uuB
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।