পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R বিভূতি-রচনাবলী নিতান্তু দুর্বলভাবে অতি দীণ সুরে কঁাদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকী বুঝিল প্লাঞ্জিতে বিড়ালছানার ভাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি। অবিকল বিড়ালছানার ভাক-সূত্র হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায়, অসম্ভব রকমের ছোট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে, মমতায়, সহানুভূতিতে খুকীর মন পরিপূর্ণ হইয়া উঠিল। নেড়ার ঠাকুরমা ও কুড়ুনীর মা দ্বাই বারণ করাতে সে ইচ্ছাসত্বেও আঁতুড় ঘরে ঢুকিতে পারিল না। মা আতুড় হইতে বাহির হইলে খোকার ছোট দোলাতে দোল দিতে দিতে খুকী কত কি DLL BB DBDB SDD YY YB KLBDD BES BE EE DB L BB LLLBS জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত ! খোকা দেখিতে পাড়ার লোক ভাঙ্গিয়া আসে। সকলে দেখিয়া বলে, ঘর-আলো-করা খোকা হয়েছে, কি মাথার চুল, কি স্বয়ং। বলাবলি কৱিতে করিতে যায়-কি হাঁসি দেখোঁচ ন দি ” খুকী কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত! সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া-আয় কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলেমাদুৰ হইলেও এটুকু বুঝিয়াছে যে, এ বাড়ীতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালবাসে না, LBDBBDB BDBDB ZY BDS K DBBDB D SDDD BDD BDL BDBD BB DDD কেমন করে, ঘরের কবাটটা এক একদিন খোলাই পড়িয়া থাকে। দাওয়ায় চামচিকায় নাদি জমিয়াছে। উত্থানে সে-রকম আর বঁাট পড়ে না, এখানে শেওড়ায় চাৱ, ওখানে কচু গাছপিসিমা বুধি হইতে দিত ? খুকীয় বড় বড় চোখ জলে ভরিয়া যায়-সেই ছড়া, সেই সব গল্প খুকী কি করিয়া ভোলে ? সেদিন হরি পালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ী ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটী আর পুটুলি তাতে করে আসছে-(এসে চঙ্কোত্তি মশায়দের বাড়ীতে ঢুকে বসে আছে, যাও দুৰ্গগাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ ú |¢êन्--- হরি পালিতেরই বাড়ী বসিলা বুড়ী তখন পাড়ার মেযেদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প निक् ि। বুড়ী চমকিয়া চাহিয। দেখিল দুৰ্গা ইপাইতেছে, যেন অত্যন্ত চুটিয়া আসিয়াছে। বুড়ী বাগ্রভাবে দুৰ্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেলি-সঙ্গে সঙ্গে দুৰ্গা কঁপাইয়া বুঢ়ীয় কোলে পড়িল --তাহার মুখে হাসি। অথচ চোখে জল-উঠানে ক্সি-বউ যােহাৱা উপস্থিত ছিলেন, অনেকের LBLBL YBLBDBB S SsBBB BB BBBDD DBBBOuYLu DSL GBDKt DBDB জন্মে মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে বাড়ী আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ী হাসিয়া কঁদিয়া সাং হুইল। কতদিন পরে ভিটায় আবার চাদ উঠিয়াছে।