পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী খুকীর উপর সব সময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উচু কৰিয়া বঁাশের বাখায়ি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি-হওয়া ফৌজদারী মামলার আসামীর মত আটক থাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুৰ্ব্বোধ্য ভাষায় কি বকে, কখনো বাখ্যারির বেড়া ধরিয়া দাড়াইয়া উঠিয়া বঁাশবনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে জানা করিয়া আসিলে-মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক-ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া একমুখ হাসিয়া বাখ্যারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তার মা বলে-একি, ওমা, এই কাজল পরিয়ে মূখ মুছিয়ে দিয়ে গেলাম, একেবারে ইাড়ীটাচা পাখী সেজে বসে আছে ? দেখি, এদিকে আয় । জোয় করিয়া নাকমুখারগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিন্দুর হইয়া যায়মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, জে-জে-জে-জে, তাহার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলবিল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পলাইতে যায়। এক একদিন ঘাট হইতে আসিয়া সৰ্ব্বজয়ী বলে-খোকন বলে টু-উ-উ ! দোলো তো খোকা ? দোলে দোলে খোকন দোলে—! খোকা আমনি বসিয়া পড়িয়া পামনে পিছনে বেজায় দুলিতে থাকে ও মনের সুখে ছোট্ট হাত দুটি নাড়িয়া st GS (গীত) のリー-sーkaーのリーのリーエ一a一a一求 〔听一〔哥一一〔岛一〔哥一凶 〔一{哥一ó哥一〔骄一{夺一(哥一 LBB DD BBYSLDzS DBBDS DBDBD DB D gEDS DDBDBLS BDBDBL0S BDDL0 কখনো কখনো কাজ করিতে করিতে সকবজিয়া কাণ পাতিয়া শু*ি *, খোকায় বেড়ার ভিতর হইতে কোন শব্দ আসিতেছে না-যেন সে চুপ করিয়া গিয়াছে! তাহার বুক ধড়াসা করিয়া উঠিত-শেয়ালে নিয়ে গেল না তো ? সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি-উপুড়া-করা এক রাশ টাপা ফুলের মত মাটির উপর বে-কায়দায় ছোট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে, চারিদিক হইতে নালাসে পিপড়ে, মাছি ও সুড়সুড়ি পিপড়ের দল মহালোভে ছটিয়া আসিতেছে, খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘোরে যেন একটু একটু কঁাপিতেছে, ঘুমের ঘোরে সে যেন মাঝে মাঝে টোক গিলিয়া জোরে জোৱে নিশ্বাস ফেলিতেছে-যেন জাগিয়া উঠিল, আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিশ্বাসের wyfie fever সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রান্ত্ৰি পৰ্য্যস্ত তাহদের বঁাশবাগানের ধারে নির্জন বাষ্ঠীখানি দশ মাসের শিশুর অর্থহীন আনন্দ-গীতি ও অবোধ কলহন্তে মুখরিত থাকে। মা ছেলেকে দেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌৱব-গাথা তাই সকল