总° विषूङि-ब्रघ्नांश्वनौ তালগাছের গুড়ির খুঁটি ও আড়াবাধা প্ৰকাণ্ড প্রকাও দুইখানা দাওয়া-উচু আটচালা যায়। জিনিসপত্র, সিন্দুকতোরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী । খুব তাল মেয়ে-সে নিজের হাতে ফল কাটিয়া জলখাবার সাজাইয়া অত্যস্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল ; একথা ওকথা জিজ্ঞাসা করিতে লাগিল, বলিল-দিদিমা, আমায় কখনো দেখেননি, না ? কখনো তো এদিকে পায়ের ধুলো স্থাননি এর LEBBB S BBDB BBe GBB DBD S BB BBDB SBBBB BBBD BBBBD DLLDB ভাত খাইতে বসিয়া হৈ চৈ করিতেছে । একজন চেচাইয়া বলিতেছে, ও মা স্থাখো, উমি সব ভালটুকু আমার পাতে দিচ্ছে! পুত্রবধু চেচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন ? রোজ না বলচি আলাদা বসবি-এই উমি, কডড বাড়ি হয়েচে, না ? কিন্তু দশ বারো দিন কাটিয়া গেল বুড়ীক্স সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল, তেমন স্বন্তি পাওয়া যায় না—নতুন ধরণের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের নয়, সব পর ৷ প্ৰতিদিন সন্ধ্যার সময়ই মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকী-খোকার মুখ। দিন কুড়িক পরে বুড়ী যাইবার অন্য ছটফট করিতে BD S S MLEBB BBB BB BBD DDD SS S BLBDOBBu EeBKO LBBSBDB KBDBD t BBDBBB BDBBD ও তাহার মতলব শুনিয়া বাড়ীর বডবধু প্ৰথম হইতেই সস্তুষ্ট ছিলেন না, অন্তৰ্দ্ধানে খুশী ছাড়া অ-খুশী হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছা কি ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড়বন্ধুর ভয়ে কিছু বলিতে পারিলেন না । অনেকদিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুৰ্গাকে কাছে লষ্টয়া খোকাকে কাছে লাইয়া বসিয়া জ্যোৎস্না-ঝরা নারিকেলশাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে স্কুখে বুড়ীয় ঘুমের আমেজ অ্যাসে । r খুকী প্ৰথমে ভারি অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছে আসিবে না। নানা কথায় সাত্মনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ী ভাইঝির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে—বেশ লাল একজোড়া টেড়ি ঝুমকো হয় তো দিব্যি মানায়, না। আজকাল কি উঠোঁচে-ওগুলোকে-পেষলে কি ছাই শীত আসিল । বুড়ী ও-পাড়ার গাঙ্গুলী-বাড়ী গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলী মহাশয়ের কাছে বলিল-ও রাম, জাড় পড়লো বডড আবার—তা গায়ে একখানা বস্তর এমন নেই যে, সকাল-সন্দে একটু মুড়িহুড়ি দিয়ে বসি, তা আমায় যদি একখানা— t য়াম গাঙ্গুলী বলিলেন-আচ্ছা দিদি, একদিন এসো, এ মাসটায় আর হবে না-ও মাসে বরং (treti i f বহুদিন যাবৎ ইয়াটাইটি ঘোরা-ফেরার পরে ঙা ছিটের সুতী চাদর একখানা যাহির করিয়া হাতে দিয়া বলিলেন-এ আিম জিনিস-সাড়ে ন’
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।