8 বিভূতি-রচনাবলী পিসিমা • মুতী কঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল, দাওয়ার পৈঠায় খুকী উঠিতেছে, পিছনে BDBDBB BBB BBB uguB BB DD i KBDB DBB DEESDBBBL LLLLD DD সাৰ পোটলা-পুটুলি বাধা। বুড়ীয় মুখ দিয়া বেশী কথা বাহির হইল না। প্ৰবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জরতপ্ত বুকে জড়াইয়া ধরিল। --বলিসনে কাউকে পিসি, কেউ যেন টেক্স পায় না, চম্ভক দেখে সন্দে বেলা চুপিচুপি এলাম, রাজীও এল আমার সঙ্গে, চন্দ্রকের মেলা থেকে এই স্থাখি, তোয় অন্তে লব এনেচি--- খুকী পুটুলি খুলিল। মুড়কি পিসিমা, তোহ্ম জঙ্গে দু’পয়সার মুড়কি আর দু’টো কদমা, আর খোকার জন্যে একটা কাঠের পুতুল-৷ বুড়ী ভাল করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলা নাডিতে নাড়িতে বলিলদেখি দেখি, ও আমার মাণিক, কত জিনিস। এনেচে স্থাখে । রাজয়াণী হও, গরিব পিসির ওপর এত দয়া! দেখি খোকার কাঠের পুতুলতা! বাঃ দিব্যি পুতুল-কড়া পয়সা নিলে?- এক ক্টোক কথাবাত্তায় পরে খুকী বলিল-পিসি, তোয় গা যে বড় গৱাম ? সমস্ত দিন টিউরে বেড়িয়ে এই রকমড়া হয়েছে, তাই বলি একটু শুয়ে থাকিছেলেমানুষ হইলেও দুর্গ পিসিমােয় রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখ ও অনাহাৱে শীর্ণ পিসিমার গায়ে সে সম্নেহে হাত বুলাইয়া-বলিল, তুই অবিশিষ্ট করে বাড়ী ঘাস-সন্দে বেলা গল্প শুনতে পাইনে কিছু ন-কাল ষাবি-কেমন তো ? বুড়ী আনন্দে উচ্ছসিত হইয়া উঠিল, বলিল, বোঁ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ ? রাজী বলিল-খুড়ীমা তো কিছু বলে ফেয়নি পিসিমা, ওকে তো এখানে খুড়ীমা আসতে দেয় না। আমরা বল্পে বকে, তবে তুমি যে ও পিসিমা । তুমি একটুখানি ব’লে, তাহলে খুড়ীমা আর কিছু বলবে না খুকী বলিল-কাল তুই ঠিক যাস পিসি, মা কিছু বলবে না।--তাহলে এখন বাড়ী যাই পিসি, কাউকে যেন বলিদানে ? কাল সকালে ঠিক যাস কিন্তু সকালে উঠিয়া বুড়ী দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট্ট পুটুলিতে ছেড়া-খোড়া কাপড় দু’খানা ও ময়লা গামছাখানা বাধিয়া বুভী বাড়ীর দিকে চলিল। পথে গোপী বোষ্টমের বোঁ বলিল, দিদি ঠাকুরুণ, তা বাড়ী যােচ্ছ বুঝি ? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝিা! বুড়ী একগাল হাসিল, বলিল, কাল দুর্গা যে সন্দে বেলা ভকতে গিয়েছিল, কত কঁাদলে, বল্পে মা বলেচে-চ’ পিসি বাড়ী চ”-তা আমি বললাম-আজ তুই যা, কাল সকালে বেলাড়া হোক, আমি বাড়ী গিয়ে উঠবো-মেয়ের আমার কত কাল্প, যেতে কি চায় •••তাই সকালে যাচ্ছি। বুড়ী বাড়ী চুকিয়া দেখিল কেহ বাষ্ঠী নাই। কাল সারারাত জর ফোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধ হয় অবসর হইয়া পড়িয়াছিল, পুটুশিট নামাইয়া সে নিজের স্বন্ধের দাওয়ার পৈঠায় বসিয়া পড়িল।
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।