পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ইন্দির ঠাক ক্ষণের মৃত্যুর পর চায় পাঁচ বৎসর কাটিয়া গিযাছে। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে-ঝোপে ঘেরা সঙ্ক মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতীপূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখী দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভুষণো গোযালার দরুণ কলাবাগানটা তোমরা কি ফের জমা দিযেচে নাকি ? যাহাকে উদ্দেশ করি যা কথা বলা হইল তাহাকে দেখিলে দশ বৎসর পূর্বের সে হরিহর রাব্য বলিযা মনে হধ না । এখন যে মধ্যবযসী, পুৱাদস্তুর সংসায়ী, ছেলেমেযেদের বাপ হরিহর খাজনা সাধিযা গ্রামে গ্রামে ঘোরে, পৈতৃক আমলেব শিষ্ট-সেবকের ঘরগুলি সন্ধান করিষা বসিয়া গুরুগিরি চালাষ, হাষ্টেমাঠে জমির ঘরামির সঙ্গে বিঙ্গে-পটলের দূরদস্তুর কৱিযা ঘোরে, তাহার সঙ্গে আগেকার সে অবাধাগতি, মুক্তপ্ৰাণ, ভবঘুরে যুবক হরিহরের কোন মিল নাই। ক্ৰমে ক্ৰমে পশ্চিমের সোঁ-জীবন অনেক দূরের হইয। গিযৗছে--সেই চুণার দুর্গেব চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহান্দের সুৰ্য্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বনে রাত-কাটানো, শাহ কাশেম সুলেমানীর দরগায় বাগান হইতে টক কমলা লেবু ছিডিন্যা খাওয়া, গলিত-রৌপ্যধারার মত স্বচ্ছ, উজ্জ্বল হিমশীতল স্বৰ্গনদী, অলকানন্দা, দশাশ্বমেধ ঘাটের জলের ধারের রাণী—একটু একটু মনে পড়ে, যেন অনেকদিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয পিছনে ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল ? ५8 cथांक, cभॉक-अ-क्ष- পথের বঁাকের আড়াল হইতে একটি ছয সাত বছরের ফুটফুটে সুন্দর, ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিযা দলের নাগাল ধরিল। হরিহর বলিল-আবার, পিছিযে পড়লে এরি Argy p are caffir bwl.-- ছেলেটা বলিল-বনের মধ্যে কি গেল বাবা ? বড় বড় কান ? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিধা নবীন পালিতের সঙ্গে মৎস্য-শিকারের পরামর্শ আঁটিতে লাগিল । হরিহৱেয় ছেলে পুনরায আগ্রহের স্বরে বলিল-কি দৌড়ে গেল বীণা বনের মধ্যে ? বড় TG Fjs F হরিহয় বলিল-কি জানি বাবা, তোমার কথায় উত্তর দিতে আমি শুমারি পারিনে। সেই বেরিয়ে অবধি জরু করেচো এটা কি, ওটা কি-কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেচি ? zfss so ff. 1