钟r蛛阿<fE林 Sb জালঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুব বেঙ্গল ইণ্ডিগো কনসায়নের ছেত কুঠি ছিল, এ অঞ্চলের চৌদ্দটা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ডপ্ৰতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চাঘৱ, জ্বালাঘর, সাহেবের কুঠি, আপিল, জঙ্গলাকীর্ণ ইটোেৱ স্থূপে পরিণত হইসাছে। ষে প্ৰবলগ্ৰতাপ লাবামার সাহেবের নামে এক সময় এ অঞ্চলে বাঘে-গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল দু’একজন অতিবৃদ্ধ ছাড়া সে লোকের নাম পৰ্য্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপঝাপগুল উলুখন্ড, বনকলমী, সেঁ দাল ও কুলগাছে ভরা। কলমীলতা সায়া BLLEB KE DD DD uBOK KLD DD mBD BYSuDBDBD D S B গোয়ালে, নাটাকাটা ও নীল বন-অপরাজিতা ফুল দুৰ্য্যের আলোর দিকে মূখ্য উচু কবিয়া ফুটিয়া আছে, পড়বস্তু বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শামলতা, পাখীর তাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বৰ্য্য, রাজার মত ভাণ্ডার বিলাইলা দান, কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলাশেষের ইন্দ্ৰজালে মাঠ, নদী, বন मृभूमध ! মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাখা, আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হষ্ট যাছিলেন, সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রী হবে শুনছিলাম, নবাবগঞ্জেয় মতি দা নাকি দরদপ্তর কচ্ছে। মন্তি দার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিৰূপে ধন্যবান হুইযাছে সে কথা আসিয়া পড়িল। ক্ৰমে তাহা হইতে বস্তু মান কালের দুমূল্যতা, আষাড়ুৱে বাজায়ে কুতুদের গোলদাৱী দোকান পুডিয়া যাইবার কথা, গ্রামের দীচ্চ গাঙ্গুলীর মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্ৰভৃতি বিবিধ আবশ্যকীয সংবাদের আদান-প্ৰদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল-নীলকণ্ঠ পাখী কৈ বাবা ? এই দেখো এখন বাবলাগাছে এখুনি এসে বসবে।-- বালক মুখ উচু করিষা নিকটবর্তী সমুদ্রব্য ব্যাব লগাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নীচু নীচু কুলগাছের অনেক ফুল পাকিষা আছে, বালক অবাক হইয়া লুক্কুদৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাডিতে গিয়া বাবার বকুনিতে তাঁহাকে নিযুক্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয় ? তাহদের পাড়ায় যে কুলের গাছ আছে, তাহা খুব উচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না। ভাৱী আঁকশীট দুই হাতে আঁকডেইয়া ধরিয়াও তুলিতে পারে না, কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে-এ সে টোেৱ পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ীী ধরিয়া লইয়া যায়, বলে-ওমা আমার কি হবে। এমন দুষ্ট্র ছেলে হয়েচ তুমি । এষ্ট সেদিন উঠলে জর থেকে, আজ আমনি ফুলতলায় ঘুরে বেড়াচ্ছ! একটুখানি পিছন ফিরোচি, আর অমনি এসে দেখি বাড়ী নাই । কটা ফুল খেয়েচিল, দেখি মুখ দেখি ? সে বলে, কুল খাইনি তো মা, তলায় একটাও কুল পড়ে নেই, আমি বুঝি পাড়িতে পারি?
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।