Ne3 বিভূতি-রচনাবলী সত্য কথা প্ৰকাশ করিতে সাহিণী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা-সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল-তুই ক্ষের এখন বেরিয়েছিলি বুঝি ? দুৰ্গা বিপন্নমুখে বলিল-ওকে জিগ্যোল করো না ? আমি-এই তো এখন কঁঠালতলায় पैट्रिम-छूवि यूथन छांकूल छथन col স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহান্ন মা বলিল-যা বাছুরটা ধরগে যা-জেকে তেকে সাৱা হোিল-কমলে বাছুর, ও সন্ন, এত বেলা ক’রে এলে কি বঁচে ? একটু সকাল কয়ে না এলে এই তেতািপ্লৱ পঙ্গন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপুণ্ড দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুৰ্গা তাহার পিঠে দুম করিয়া নিৰ্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল-লক্ষ্মীছাড়া বাদৱ! পরে মুখ ভাঙাইয়া কহিল-আমি খেয়ে দাঁত টকে গিয়েছে—আবার কোনো দিন আমি দেবো খেও --ছাই দেবে-এই ওবেলাই পাটুলিদেয় কুঁকুড়তলির আমি কুড়িয়ে এনে জাৱাবো, এত বড় বন্দু গুটি হয়েছে, মিষ্টি যেন গুডু-দেবো তোমায় ? খেও এখন ? হাবা একটা কোথাকার-- যদি अडकू बूथिोरु ! দুগুরের কিছু পরে হরিহর কাজে সারিয়া বাড়ী ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রাযের বাটীতে গোমস্কার কাজ করে। জিজ্ঞাসা করিল-অপুকে দেখচিনে ? সৰ্বজয়া বলিল-আপুতো ঘরে ঘুমুক্ষে । দুগগ্ৰা বুৰি--- সে সেই খেয়ে বেরিয়েছে- সে বাড়ী থাকে কখন । দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক ! আবার সেই খিদে পেলে তবে আসবে।-কোথায় কার বাগানে কায় আমতলায় জামতলায় ঘুরছে। -এই চক্তির মাসের রোদৱ, ফের অ্যাখে না। এই জরে পড়লো বলে-অত বড মেয়ে, বলে বোঝাবো কত ? কথা শোনে, না কানে নেয় ? একটু পরে হরিহরী খাইতে বসিয়া বলিল-আজ দশম্বরায় তাগাদার জন্তে গেছলাম, বুঝলে ? একজন লোক, বেশ মাতকৰৱ, পাঁচটা ছয়টা গোলা বাষ্ঠীতে, বেশ পয়সাওয়ালা লোকআমায় দেখে দণ্ডবৎ করে বল্পে-দাদাঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বল্লাম-না বাপু, আমি তোকৈ-? বক্সে-আপনার কৰ্ত্ত থাকতে তখন তখন পুজা-আচ্চায় সব সময়ই তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ীম্বন্ধ মণ্ডর নেবো ভাবচি-ত্যা আপনি যদি আঞ্জে করেন, তবে ভরসা করে বলি-আপনিই কেন মন্তয়টা দেন না ? তা আমি ওদের বলেচি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে ছু এক দিনে-বুজালে ? সৰ্ব্বজয় ভালোৱা বাটি হাতে দাড়াইয়া ছিল, বাট মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল । BLSYSLB K KY S SEtDK CLBDBB DBYBS i ED S BBDB BDD DDD BLSABB KBLBu YLEuLLSS LBBBL sLs BBBB L BB BDDD LBBYS
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।