পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 বিভূতি-রচনাবলী চিনেচি। আমি শাশুড়ীকে গিয়ে বল্লাম আমার পিসিমার গায়ের মানুষ উনি—তখন শাশুড়ী গিয়ে শ্বশুরকে জানালেন। —বেশ মা বেশ । আসবো যাবে, আমার আর একটি মেয়ে হোল, তার সঙ্গে দেখাশুনা করে যাবে । ভালই হোল । বউট সলজভাবে বলিল-আজ কিন্তু আপনাকে যেতে দেবো না-থাকতে হবে এখন এখানে--- —না মা, আমার থাকা হবে না। —না তা হবে না । ধান দিকি কেমন করে যাবেন ? আমি জোর করতে পারিনে বুঝি ? —অবিপ্তি পারে মা, কিন্তু আমার মনে শাস্তি নেই, আবার স্বদিন পেলে এসে দু’দিন থেকে ষাবো— বউটি হাজারির মূখের দিকে চাহিয়া বলিল—কেন, কি হয়েচে আপনার ? হাজারির স্বভাবদ্ধৰ্ব্বল মন, সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকুরি যাওয়ার আহপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল—ডাল নামাইয়া চচ্চড়ি রাধিবার ফাকে ফঁাকে । একটু গৰ্ব্ব করিবার লোভও সম্বরণ করিতে পারিল না । —রান্না যা করতে পারি মা, তোমার কাছে গোমর করে বলচি নে, অমন রান্না রাণাঘাটের কোনো হোটেলে কোনো বামুনঠাকুর রাধতে পারবে না। হয় না হয় মা এই তোমাদের এখানে • এই যে চচ্চডি রাধচি. তোমাদের সকলকে খাইয়ে দেখাবো ; আমি জোর করে বলতে পারি এরকম চচ্চড়ি কখনও খf ও নি, আর ক? নও খাবে না । বউটি বিস্ময়ে, সন্ত্রমে, মুগ্ধ দৃষ্টিতে হাজারির দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল—তা হোলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই— —একদিনের কৰ্ম্ম নয় সে । শেখালেও শিথতে পারা কঠিন হবে—তোমায় ফাকি দেওয়া আমার ইচ্ছে নয় মা । এ শেখা এক অধি দিনে হয় কখনো ? —ত আপনি যদি অমন রাধুনী, আপনার আবার চাকুরির ভাবনা কি ? কত বড়লোকের বাড়ী ভাল মাইলে দিয়ে রাখবে— —অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে দু'দিন চেষ্ট+ চরিত্তির করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস্ত ফুরিয়ে এসেচে কি না ! —ক’টাকা লাগবে বলুন । —কেন, তুমি দেবে নাকি ? -यकिं मिट्टे ? —সে আমি নিতে পারি নে। কুসুম দিতে চেয়েছিল, কিন্তু তা আমি নেবো কেন ? তোমরা মেয়েমানুষ, ব্যাঙের আধুলি পুজি করে রেখেচ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাই নে।