পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল >ጫ পদ্মঝি বলিল—না পেপে কাল হবে। আজ এবেল বিলিতি কুমড়ো হোক। আর কুচো মাছের ঝাল করে । সাত আনা সের চিংড়ি ওবেলা গিয়েছে—এবেলা দেখি কি মাছ পাওয়া যায় । হাজারি বলিল—পদ্মদিদি, আজ একটু মাংস হোক না ? পদ্মঝি এতক্ষণ পর্য্যস্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে বাক্যালাপ করে নাই। সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল—মাংস বুধবার হয়ে গিয়েছে। আজ আর হৰে না—বরং শনিবার দিনে হবে । হাজারি অত্যস্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলতে এবং পুলকের প্রথম মুহূৰ্ত্ত কাটিতে না কাটিতে তাহাকে একেবারে বিস্মিত ও চকিত করিয়া দিয়া পদ্মবি জিজ্ঞাসা করিল—এতদিন কোথায় ছিলে ঠাকুর ? হাজারি সাগ্রহে বলিল—আমার কথা বলছ পদ্মদিদি ? --ईT । –গোপালনগরে কুতুবাবুদের বাড়ী । আমি ছুটি নিয়ে বাড়ী এসেছিলাম—তারপর রাণাঘাটে আজ এসেছিলাম বেড়াতে । ত; বাবু বল্লেন— —ছ, বেশ থাকো না । তবে বাইরে জিনিসপত্তর নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি। ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাৰু। ধা পারে। এখানে খেও—বুঝলে ?— —না বাইরে নিয়ে যাবো কেন পদ্মদিদি ? তা নিয়ে যাবো না । —তোমার সেই কুহুম কেমন আছে ? দেখা করতে যাওনি ? পদ্মঝিয়ের কণ্ঠস্বরে বিক্রপ ও শ্লেষের অভিাস । হাজারি লজ্জিত ও অপ্রতিভভাবে উত্তর দিল –কুস্কম ? হ্যা তা কুষম—ভালই— পদ্মঝি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধ হয় যেন হাসিল । অন্তত: হাজারির তাহাই মনে হইল। পদ্মঝি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল—ষাকৃ চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা—দুপুরের পর আমরা চলে গেলে বোধ হয় কৰ্ত্ত-গিল্পীতে পরামর্শ হয়েছে— চলো এক ছিলিম সাজা যাক । হাজারি হামিল। সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুম্বমের কথাটা তুলিল কেন আৰায় ইহার মধ্যে ? ভারি ছোট মন—ছিঃ ! বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল—ও হাজারিদী, এসো—টেনে নাও একটান— গাজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখান তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গ-প্রতিমার মত মেয়ে অতসী। কি মনটি চমৎকার । তাহার কাকাবাবু গাজা খায়, অতসী যদি দেখিত । ওই জন্তেই তো গ্রামে সে কখনো গাজ খায় না। ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা । অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলিতে হইবেই। কথাটা একবার বংশীকে বলিবে ? বংশী ও রতন ভাল লোক দু-জনেই, তাহদের বিশ্বাস করা ৰায় । ৰি, 可。 ۹ --و