পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏly বিভূতি-রচনাবলী দুজনেই তাহাকে ভালবাসে । বংশীকে বলিল—আজকাল রাত্তিরে টক্‌ হয় ? —সব দিন হয় না। এখন নেবু সস্তা, নেবু দেওয়া হয় । পয়সায় ছ’সাতটা পাতিনেৰু। —একটা কিছু করে দেখাতে হবে তো ? বড়ির টক্‌ করবো ভেবেছিলাম— —তুমি ভাবলে কি হবে ? পদ্মদিদি পাস করলে তবে তো হাড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইনকামন, হাজারিদ্ধা ? হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল। বলিল—বংশী, একটু চা করে খেয়ে নিলে হোত না ? অাছে তোড়জোড় ? ংশী বলিল—খাবে ? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখে হাত দিয়ে । চিনি আছে, চ! অনিয়ে নিচ্ছি—মনে আছে আর বছর আমাদের চা খাওয়া ? আদার রস করেও দেলো এখন— আধঘণ্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাইকরা বাটি করিয়া চা থাইতেছিল । ভূতগত খাটুনির মধ্যেও ইহাতেই আনন্দ কি কম ? হাজারি একদৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিস্তিত মুখে বলিল—যেখানেই যার মন টেকে, বুঝলে বংশী ! গোপালনগরে সন্দেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের শেতল হয়—তার সন্দেশ, ফল কাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে । চা আমি করে নিতাম উমনে । কিন্তু তাতে কি এমন মজা ছিল ? একা এক বসে রান্নাঘরে চ। আর খাবার খেতাম, মন ছ জ করতো। খেয়ে স্বখ ছিল না—আজ শুৰু চা খাচ্চি, তাই ধেন কত মিষ্টি ! রাত হইয়াছে, স্টেশনের প্ল্যাটফৰ্ম্মে একখানা গাড়ীর আওয়াজ পাইয়া হাজারি বলিল—ও বংশী, কেষ্টনগর এলো যে ! ডালে কাটা দিয়ে নাও— সঙ্গে সঙ্গে গোবর চাকর খাবার ঘর হইতে হাকিল—থাড কেলাস ছু-খালা—উত্তেজনায় হাজারির সারাদেহ কেমন করিয়া উঠিল । কি কাজের ভিড়, কি লোকজনের হৈ চৈ, কি ব্যস্ততা—ইহার মধ্যেই তো মজা । তা নয়, গোপালনগরের মত পাড়াগা জায়গায় কুতুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকাঠ গুনিতে শুনিতে জার বাড়ীর পিছনের বাগানের তেঁতুল গাছে বাদুড় ঝোলা ডালপালার দিকে চাহিয়া চাহিয়া রামা করা—সে কি তাহার পোষায় । সে হইল শহরের মামুষ । সংক্রাস্তির পরের দিন কুমুমের বাড়ী বেলা প্রায় বারোটার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল । ংশী ঠাকুরকে বলিয়। একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়ালঘরের নতুন উন্থনে আলাদা করিয়া কপির ডালনা রণধিতেছে—একখানা কলার পাতায় খানকতক বেগুন ভাজা ও একটা পাথরের খোরায় ছোলার ডাল। শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের গোরা ও কলাপাতা ইত্যাদির ব্যবস্থা–হাজারি দেখিয়া k DD DBBB BBBDYSBBBB BB BBBS BB BBBS BB BBBB BBB