পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У е е বিভূতি-রচনাবলী মা কাহাকে অত বকিতেছে দেখিতে কুস্কমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনে উঠানে দাড়াইতেই হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল— যাক, নাতিনাতনী তো আগে থাকৃ—মেয়ে খায় না খায় বুঝবে পরে— পরে কুস্কমের দিকে ফিরিয়া বলিল—নাও হাত পাতো, আর রাগ করে না— কুস্বম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না। বলিল—আমি রাধতে স্বাধতে খাব ? —কেন আলগোছে ? ཟ མཁས་པ་ཐམai l —কেন ? —আমি বুড়ো মাগী, ভোগের আগে পেরসাদ পেয়ে বসে থাকি আর কি ! হাজারি বুঝিল তাহার খাওয়া ন হইয়া গেলে কুষম কিছুই খাইবে না। সে বিনা বাক্যব্যয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল।----- কুস্কম বলিল—হোটেল খুলবার কি করলেন ? —গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা ন’টাকা ভাড়া বলে। দেখেচ ঘরখানা ? কুস্কম উৎফুল্প হইয়া বলিল—কবে খুলবেন ? —সামনের মাসে। টাকা দেবে তো ? , কুস্কম গলার স্বর নীচু করিয়া বলিল—আস্তে আস্তে। কেউ শুনবে— —তোমার শাশুড়ী কই ? —আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে—এল বলে। —বাত সেরেছে ? —মরচের মাজুলী নিয়ে এখন ভাল আছে। আগে মধ্যে দিনকতক পঙ্গু হয়ে পড়েছিল— তার চেয়ে ঢের ভাল। আপনার জায়গা করে দিই—ওগুলো ভেজে ফেলুন—গরম গরম দেবেী— হাজারি খাইতে বসিল । কুষম কাছে বসিয়া কখনও লুচি, কখনও তরকারি দিতে দিতে ৰলিল—আপনি তরকারিতে বেশী করে জুন মেখে খান— =রায়া চমৎকার হয়েছে মা— —থাক আপনার আর— —হোটেল ঘেদিন খুলবো, সেদিন তোমায় নিজের হাতে রোধে খাওয়াবো— —ন। ও সব করতে দেবে না। বুঝেমঝে চলতে হবে না? টাকা নিয়ে ভূতোনদি কাও করবেন ? —কিছু করবো না ! তুমি চেন না আমায়। —জামার জন্তে এক পয়সা খরচ করতে পাবেন না আপনি বলে দিচ্ছি। তাহলে