পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ বিভূতি-রচনাবলী —ম বললে আপনি চ খেয়ে যাবেন, আমি মাকে বলে আসি— ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলের চাকর দিয়া পাঠাইয়া দিয়াছিল, টেপি নিজেই চা করিতে বসিয়া গেল । তাহার মা জলখাবারের জন্য ফল কটিতে লাগিল । টেপি বলিল—ম চায়ের সঙ্গে শস-টপ দেয় না। তুমি বরং ঐ নিমকি আর রসগোল্লা দাও রেকাবিতে— —শসা দেয় না ? একটা ডাব কাটবো ? বাড়ীর ডাব আছে – টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি ! মুখে আচল চাপা দিয়া বলিল—হি হি, তুমি মা ষে কি ••চায়ের সঙ্গে বুঝি ডাব খায় ? টেপির মা অপ্রসন্ন মুখে বলিল—কি জানি তোদের একেলে ঢং কিছু বুঝিনে বাপু । স্বা বোঝে। তাই করে । ঘুম থেকে উঠলে তো নতুন জামাইদের ডাব দিতে দেখেছি চিরকাল দেশেঘরে— কথাটা বলিয়া ফেলিয়াই টেপির মা মনে মনে জিভ কাটিয়া চুপ করিয়া গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভাবিয়া কি বলে, সব সময় তলাইয়া দেখিতে জানে না। টেপি আশ্চৰ্য্য হইয়া বলিল—নতুন জামাই ? কে নতুন জামাই ? —ও কিছু না ; দেশে দেখেছি তাই বলছি । তুই নে, চা করা হোল ? টেপির মনে কেমন যেন খটকা লাগিল। সে খুব বুদ্ধিমতী, তাহার উপর নিত্যস্ত ছেলেমানুষটিও নয়, যখন চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল তখন তাহার কি জানি কেন যে লজ্জা করিতেছে তাহ। সে নিজেই ভাল ধরিতে পারিল না । ছেলেটি তাহকে দেখিয়া বলিল—ও কি ! ই এত খাবার কেন এখন, চা একটু হোলেই— BB BB BBB BBB BBBB BBB B BSBB BBB BSBB BBBBS BBB BB বঁচে । ছেলেটি ডাকিয়া বলিল—পনি একটা যদি দিয়ে যান— BB BSBB BBB BB BB BBgYSBBS gBBB BBBB BBBS B BBSBB BBBS —আমার যেন যত গরজ পড়েছে, বাবার হোটেলের লোক তা আমার কি ? BBSB SBBBBSS BBB SBBB BB BBSBBS BB BKS BBB BBB BBB BBS কথাবার্তা বেশ, হাসি-ই সি মুখ । কি কাজ করে হোটেলে কে জানে ? পান লষ্টয়া ছেলেটি চলিয়। গেল । যাইবার সময় বলিয়া গেল—মমীম! আমি যাচ্ছি, কষ্ট দিয়ে গেলাম অনেক, কিছু মনে করবেন না। এত ঘুমিয়েছি, বেলা আর নেই আজ । বেশ ছেলেটি । নতুন জামাই ? কে নতুন জামাই ? কাহীদের নতুন জামাই ? মা এক-একটা কথা বলে কি মে, তাঙ্গার মানে হয় না।