পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার చిలిన তবে সে কথা বলব। হ্যা, একটা কথা বলি লায়েব মশাই— —কি ? —কামিনী পিলীর কিছু টাকা ছেল। সিন্দুক-প্যাটরা খুলে দেখেছেলেন ? ওর বেশ টাকা ছেল হাতে, আমরা বদ্ধর জানি। আপনি তো সে রাত্তিরি ওর কাছে ছেলেন, আপনাকে কিছু ব'লে যায় নি ? বিপিনের এ কথা বাস্তবিকই মনে হয় না। কামিনীর টাকা ছিল, সে শুনিয়াছে বটে ; কিন্তু তাহার মৃত্যুর সময়ে বা তাহার পরে এ কথা বিপিনের মনে উদয় হয় নাই যে, তাহার টাকাগুলি কোথায় রহিল বা সে টাকার কি ব্যবস্থা কামিনী করিতে চায়। আর যদি থাকেই টাকা, তাহাতেই বা বিপিনের কি ? কামিনী বিপিনের নামে উইল করিয়া দিয়া যায় নাই, স্বতরাং অত গরজ নাই বিপিনের কামিনীর টাকা কোথায় গেল তাহ জানিতে। মুখে বলিল, ছিল ব'লে জানতাম বটে, তবে আমায় কিছু ব'লে যায় নি। কেন বল তো ? কথাটা বলিয়াই বুঝিল নরহরি ষে প্রশ্ন করিয়াছে, তাহার বিশেষ অর্থ আছে। নরহরি বৃদ্ধ ব্যক্তি, তাহার বাবার সঙ্গে কামিনীর সম্পর্ক যে কি ছিল, এ গ্রামের বৃদ্ধ লোকেরা সবাই জানে, কামিনীর টাকার যদি কেহ ন্যায্য ওয়ারিশন থাকে, তবে সে বিপিন । সেই বিপিন কামিনীর মৃত্যুর সময়ে উপস্থিত ছিল অথচ টাকার কথা সে কিছু জানে না, পাড়াগায়ে ইহা কে বিশ্বাস করিবে ? —কামিনীর বাড়ীডীয় ভাল চাবিতালা লাগিয়ে দেবেন, লায়েব মশাই। রাতবিরেতের কাও, পাড়াগ জায়গা । কখন কি হয়, কার মনে কি আছে, বলা তো যায় না। আচ্ছা, কাল আসব বেনবেলা। এখন যাই । নরহরি চলিয়া গেলে বিপিন কথাটা ভাবিল। সিন্দুক তোরঙ্গ একবার ভাল করিয়া খুজিয়া দেখিবে । টাকাকড়ি এ সময় পাইলে কিছু স্ববিধা ছিল বটে। কিন্তু বাক্স ভাঙিয়া টাকা হাতড়াইতে গেলে শেষে কি একটা হাঙ্গামায় পড়িয়া বাইবে। যদি কামিনীর কোন দূর সম্পর্কের তাম্বৰুপে। বাহির হইয়া পড়ে, তখন ? না, সে দরকার নাই। বরং মানীর সঙ্গে পরামর্শ করা ৰাইবে । তার কি মত জানিয়া তবে যাহা হয় করিলে চলিবে । সন্ধ্যাৰেল একা বসিয়া একটা অদ্ভুত ব্যাপার ঘটিল বিপিনের জীবনে । বিপিন কখনও কাহারে জন্ত চোখের জল ফেলে নাই। সে এই দিক দিয়া বেশ একটু কঠোর প্রকৃতির মান্থব, কথায় কথায় চোখের জল ফেলিবার মত নরম মন নয় তাহার। আজ হঠাৎ এক বলিয়া কামিনীর কথা ভাবিতে ভাবিতে তাহার অজ্ঞাতসারে চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। মনে মনে সে একটু লজ্জিত হইয়া উঠিয়া ক্টোচার কাপড় দিয়া জল মূছিয়া ফেলিল বটে, কিন্তু সঙ্গে পদে ইহা ভাবিয়াও আশ্চৰ্য হইল, কামিনী মালীকে সে এতখানি ভালৰালিত । थांध cन cन्नश्वघ्नौ वृषा नारे, cष इषब बा,ि कि गाॐ भनाफे शप्ठ चानिद्रा उशरक