পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ বিভূতি-রচনাবলী –বাৰু আপনি আমার অন্নদাতা ছিলেন একসময়ে—আজও আপনাকে তাই বলেই ভাবি । আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না । আপনার সঙ্গে আমার কোন শত্রুত আছে বলে আমি তো ভাবিনে । —কেন, কেন, একথা কেন ? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোড় করিয়া বলিল–বাৰু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব । আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেল উঠিয়ে দাও, তাই আমি দেবো । আপনি হুকুম করুন— বেচু চকত্তি আশ্চৰ্য্য হইবার ভান করিয়া বলিল—আমি তো এর কোনো খবর রাখিনে— আচ্ছা, তুমি ধাও আন্, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোন লোক তোমার হোটেলে যায় নি এ একেবারে নিশ্চয় । কাল জানতে পারবে তুমি।-- তারপর হাজারি চলচে-টলচে ভাল ? —একরকম আপনার আশীৰ্ব্বাদে—- —রোজ কি রকম বিক্রীসিক্রি হচ্ছে ? রোজ তবিলে কি রকম থাকে ? তুমি কিছু মনে কোরো না—তোমাকে আপনার লোক বলে ভাবি বলেই জিজ্ঞেস করচি । —এই বাবু পয়ত্রিশ থেকে চল্লিশ টাকা--ধরুন না কেন আজ রাত্তিরের তবিল দেখে এসেছি ছত্রিশ টাকা স’বারো আনা । বেচু চকত্তি আশ্চৰ্য্য হইলেন মনে মনে । মুখে বলিলেন—বেশ, বেশ । খুব ভালো— শুনে খুশি হলাম। আচ্ছ, তাহলে এসে আজগে । কাল খবর পাবে। হাজারি চলিয়া গেলে বেচু চক্কত্তি পদ্মবিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল—হাজারি ঠাকুরটা এসেছিল নাকি ? কি বলছিল ? বেচু চকত্তি বলিলেন -ও পদ্ম, হাজারি ষে অবাক করে দিয়ে গেল । রাণাঘাটের বাজারে হোটেল ক’রে পয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা রোজকার দাড়া-তবিল, এ তো কখনো শুনি নি। তার মানে বুঝচে ? দাড়া-তবিলে গড়ে ত্রিশ টাকা থাকলেও সাত-আট টাকা দৈনিক BBS BBBBBBS BBB BB BBBBS BBS BBS BBB BS BB BSBS পদ্ম ? পদ্মবি মুখভঙ্গি করিয়া বলিল–গুল দিয়ে গেল না তো ? —না, গুল দেবার লোক নয় ও সাদাসিধে মাহবটা—আমায় বডড মানে এখনও। ও গুল দেবে না, অস্তত: আমার কাছে । তা ছাড়া দেখছ না রেলবাজারে কোন হোটেলে আর বিক্ৰী নেই। সব শুযে নিচ্ছে ওই একল । —আজ নৃসিংহ গিয়েছিল বাৰু ওর হোটেলে। খুব খানিকট রাউ করে দিয়েও এসেছে নাকি । খুব চেচিয়েছে বাসি ভাত পচা মাছ এই বলে। আর কিছু হোক না হোক লোকে গুনে তো রাখলে ? —ম্বন্ধু বাড়ুষ্যেরাও আমায় ডেকে পাঠিয়েছিল, ওর হোটেল ভাঙতেই হবে। নইলে