পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ee 5 মনোরমা বলিল, তা কেন ? কাল যেও না। বিদেশে থাকে, একদিন একটু পিটে-নাটা করি, সেখানে কে করে দিচ্ছে, খেয়ে যেও । বিপিন জানে মনোরমা মিষ্টি কথা কহিতে জানে না বটে, কিন্তু এ সব দিকে তাহার খুব লক্ষ্য। কিন্তু তাহার থাকিবার উপায় নাই। মনোরমাকে বুঝাইয়াবলিল, হাতে রোগী আছে, পিঠে খাইবার জন্ত বসিয়া থাকিলে চলিবে না। হাসিয়া বলিল, যাবে আমার সঙ্গে সেখানে ? চল পিঠে খাওয়ানোর লোক নিয়ে যাই— মনোরম বলিল, ওমা, আমি আবার বুড়োমাগী সংসার ফেলে, গঙ্কবাছুর ফেলে, মা বীণা এদের রেখে তোমার সঙ্গে বাসায় যাবো কি করে ? যেন এ প্রস্তাবটা নিতান্তই আজগুবি । মনোরমা বলিতে পারিত, চল তোমার সঙ্গেই যাই, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো । তোমার কাছে আমার কেউ নয় । বিপিনের খুব ভাল লাগিত তাহা হইলে । বিপিন ভাবিল—মনোরমার শুধু সংসার আর সংসার । ওই এক ধরণের মেয়েমাম্বৰ— & পিপলিপাড়ায় পৌছিল প্রায় সন্ধ্যাবেলা। দত্ত মশায় বাড়ী নাই, আজ দিন দুই হইল বড় ছেলের শ্বশুরবাড়ী কুমারপুরে গিয়াছেন কি কাজে ৷ দত্ত মহাশয়ের ছেলে অবনী তাহাকে দেখিয়া বলিল, এই যে ডাক্তারবাবু দুটো রুগী এসে ফিরে গিয়েছে কাল। এত দেরি হোল যে ? হাত পা ধুয়ে বিশ্রাম করুন। অন্ধকার হইয়া গিয়াছে। কিছুক্ষণ পরে শাস্তি এক হাতে একটি হারিকেন লণ্ঠন ও অন্ত হাতে একটা বাটিতে মুড়ি ও নারিকেল-কোরা লইয়া আসিল । বাটিটা বিপিনের হাতে দিয়া হাসিমুখে বলিল, এত দেরি করলেন যে। —উঃ, সে জার বোলো না শাস্তি । কি বিপদেই পড়ে গিয়েছিলাম। শাস্তি উদ্বিগ্ন মুখে বলিল, কি ? কি ? —আমার স্ত্রীকে সাপে কামড়েছিল । — সাপে । কি সাপ ? —রক্ষে যে জাত সাপ নয়, শেকড়চাঁদা বলেই আমার ধারণা। সে কি ঘটনা হোল শোনো—সেদিন তো এখান থেকে গেলাম সেই— বলিয়া বিপিন সেদিনকার তাহার বাষ্ঠী যাওয়ার পথে কান্নাকাটির রব শোনা হইতে আরম্ভ করিয়া সমস্ত ব্যাপারটা আহ্বপূর্বক বলিয়া গেল, শান্তি অবাক হইয়া বসিয়া শুনিতে লাগিল ।