পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8¢९ दिङ्कडि-ब्राश्नावलौ গিয়েছিলেন, কবে উড়িয়ে বলে আসেন, আমার হার ছড়াটা পৰ্যন্ত—লে স্বাক গে বাবুজী— ওঁর এই দাড়ি, চুল, ময়লা কাপড়, দশা দেখে তো কেঙ্গে বাচিনে। সেই থেকে আছেন। এখন বেশ শরীর সেরেছে। আর দেশে যাওয়ার নামটি মুখে আনতে দিইনে— অবস্থা শুনিয়া মনে হইল, ললিতবাবুও বর্তমানে সেকথা মুখে জানিবেন এমন কাচা লোক তিনি কখনই নহেন। বলিলাম—কোথায় উনি ? মনিয়া হাসিমুখে বলিল—চলুন, আস্কন বাড়ীতে বাবুজী, ভারি ভাগ্যি আপনি এলেন । উনি খুব খুনী হবেন আপনাকে দেখে—এখনও ঘুম থেকে ওঠেন নি-চার বাজলেই উঠবেন— তারপর চা করব—আস্বন। প্রাচীন বটের ভালে পুরনো দিনের মত ডাহুক ডাকিতেছিল। বেণীগীর ফুলবাড়ী ঘুমন্ত স্বপ্নপুরী যেন, মণিয়া রাজকুমারী, ঘুম ভাঙ্গিয়া সন্ত উঠিয়াছে। সময় এখানে অচল । ললিতবাবু লোকটার উপর পুনরায় ভয়ানক হিংসা হইল।