পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাড়াইয়া আছে। দাত বাহির করিয়া বলিল, মাইনে পেলেন? বহুবাৰুর বড় রাগ হইল—একে সাহেবের কাছে অপমান, অপরের श्नांब्रिरण प्रांज कू७ि টাকা প্রাপ্তি, তার ওপর এইসব হাঙ্গামা সঙ্ক হয় ? षश्दांबू दलिट्जन, ना । —মাইনে পান নি ? পেয়েছেন দাদা । —না, পাই নি। কেউই পায় নি। অবনী একগাল হাসিয়া বলিল, দাদার যেমন কথা! দু মাসের মাইনে একসঙ্গে পেলেন বুকি ? - যন্ধুবাবু বলিলেন, সত্যিই পাই নি। তুমি’মাস্টারমশায়দের জিগ্যেস করে দেথ না ? —এক মাসের মাইনে দেবে না পুজোর সময়—ত কি কখনও হয় ? —এ স্কুলে এমনি নিয়ম ৷ সাহেবের স্কুল, পূজোটুজো মানে না। অবনী কিছুক্ষণ স্থা করিয়া রহিল, তারপর বলিল, তবে আমার টাকা দেবেন বললেন যে ও-বেলা ? —কোথা থেকে দেব বল ? স্কুলের মাইনে যখন হল না, টাকা পাব কোথায় ? অবনী কথাটা উড়াইয়া দিবার মত তাচ্ছিল্যের স্বরে বলিল, আপনার আবার টাকার ভাবনা! না হয় ডাকঘর থেকে তুলে কিছু দিন দাদা, এখনও সময় যায় নি— যদুবাৰু অবনীর মুখের দিকে চাহিয়া নীরস কণ্ঠে কহিলেন, ডাকঘরে এক পয়সাও নেই আমার । দিতে পারব না। e অধনী আরও কিছুক্ষণ কাকূতি-মিনতি করিল, রাগ করিল, ঝগড়া করিল, যছবাৰুকে কুপণ বলিল, তাহার স্ত্রীকে এতদিন বাড়ীতে জায়গা দিয়া রাখিয়াছে সে খোটাও দিতে ছাড়িল না। যন্ধুবাবুর এক কথা—তিনি টাকা দিতে পারিবেন না। তিনি মাত্র কুড়ি টাকা মাহিনা পাইয়াছেন, তাহা হইতে কিছু দেওয়ার উপায় माझे । অবনীর হৃষ্ঠত আগেই উবিয়া গিয়াছিল, সে বলিল, তা হলে টাকা দেবেন না আপনি ? কথা যেন ছুড়িয়া মারিতেছে । বহুবাৰু বলিলেন, মা। --বেশ। কিন্তু আপনাকে চিনে রাখলাম, বিপদে-আপদে লাগব না কি আর কখনও ? আচ্ছা, চলি । - কিছু দূর গিয়া তখনই ফিরিয়া আসিয়া বলিল, হ্যা, বউরিদিকে ওখানে রাখার আর সুবিধে হচ্ছে না। কালই গিয়ে তাকে নিয়ে আসবেন, বলে দিচ্ছি। এত অল্পবিধে করে পরেন্স বউকে জায়গা দেবার ভারি তো লাভ ! সব চিনি, এক কড়ার উপকারে কেউ লাগে না। কেবুল মুখে লম্বা লম্বা কথা—