পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী যন্ধুবাবু বিপন্নমুখে বলিলেন, আমার কাছে একেবারেই কিন্তু কিছু নেই— —সাচ্ছা, না থাকে না থাকৃ। আমরা দেখছি –দেখি হে, বিনোদ ভায়া— সকলের পকেট কুড়াইয়া সাড়ে তিন টাকা হইল। শ্ৰীশবাবু তাহাই লইয়৷ ডাকঘরে চলিয়া গেলেন। বহুবাৰু বলিলেন, তাই তো হে, এ হল কী ? এমন তে। কখনও ভাবিও নি। ক্ষেত্রবাবু ও জ্যোতিবিনোদ টুইশানিতে বাহির হইয়া গেলেন। গলির মোড়ে ইংরেজী কাগজের সম্ভ প্রকাশিত সংস্করণ লইয়া ফিরিওয়ালা ছুটিতেছে—ভারি খবর বাবু-ভারি কাও হয়ে গেলক্ষেত্রবাবু পকেট হাতড়াইলেন, পয়সা আছে দুইটি মাত্র । তাহাই দিয়া কাগজ একখানা কিনিয়া দেখিলেন, কাগজে বিশেষ কিছুই খবর নাই। রেজুনের বোমার তো নামগন্ধও নাই তাহাতে, তবে জাপানী সৈন্য ব্রহ্মের দক্ষিণে টেনাসেরিম প্রদেশে অবতরণ করিয়াছে বটে। - মনটা ভাল নয়, পয়সার টানাটনি! পুনরায় চা এক পেয়াল থাইলে অবসাদগ্ৰস্ত মন একটু চাঙ্গা হইত। কিন্তু তার উপায় নাই। এমন সময়ে রামেন্দুবাবুর সঙ্গে দেখা। ক্ষেত্রবাবু বলিলেন, কী আজ যে চায়ের মজলিসে ছিলেন না ? —না, সাহেবের সঙ্গে দরকার ছিল। এই তো স্কুল থেকে বেরুলাম । —যুদ্ধের খবর দেখেছেন। খুব খারাপ। –कँौ ब्रकश ? —শুনলাম নাকি রেজুনে বোমা পড়েছে। —তা আশ্চর্য নয়! কিন্তু গুজব রটে নানারকম এ সময়ে-কাগজে কিছু লিখেছে এ বেলা ? বন্ধুবাবুকে কাহার সহিত যাইতে দেখিয়া দুইজনেই ডাকিয়া বলিলেন, ওই যে, ও স্বছা, उtन षांन যন্ধুবাবুর সঙ্গে অবনী। বাজার করিয়া অবনীকে দিয়া বাসায় পাঠাইয়া নিবেন বলিয়া যন্ধুবাবু তাহাকে লইয়া বাহির হইয়াছেন। -५f ८क षष्ट्रश ? —এ—ইয়ে আমার খুড়তুতো-দেশ থেকে এসেছে— —বেশ, বেশ। কার কাছে পয়সা আছে । রামেন্দুবtৱ ? -অাছে। কত ? --সবাই চা খাওয়া স্বাক ৷ হবে ? —খুব হবে। চলুন সব। ধন্থখাৰু বলিলেন, রামেন্দু ভায়ার কাছে চার অান পয়ল বেশী হতে পারে ? বাজার कब्रtठ वांक्रि किन !