পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী কে দেখিৰে ? তাহার দিন কুরাইয়াছে তিনি জানেন। औदन कि ईांकि ब्रिा का?ाहेरलन ! স্বদীর্ঘ জীবনের বহু কথা আজ যেন মনে পড়িতেছে, গত ত্রিশ-পঁয়ত্রিশ বৎসরের कईर्छौबामग्न हेडिशग-ना, कांकि ८कम शिवन ? कँकि cफ़्म नाहे। मांब्रांनश नाभूপুরুষ ছিলেন—স্বর্গে চলিয়া গিয়াছেন—নারাশঙ্গা বলিতেন, জীবনকে সার্থক করিতে হইলে তাহাকে মানুষের কোন না কোন কাজে, সমাজের কোন না কোন উপকারে लांगांरमां कांहे । তিনিও জীবনকে বৃথা যাইতে দেন মাই। এই দীর্ঘ সময়ের মধ্যে কত ছাত্র লেখাপড়া শিখিয়া তাহার হাতে মহিষ হইয়াছে। হয় নাই কি ? নিশ্চয়ই হইয়াছে। সেই সব ছেলেই সাক্ষী আজ, পরকালের মৃত্যুপারের দেশের বড় দরবারে তাহার সে সাক্ষ্য দিবে একদিন, বন্ধুবাৰু আশা করেন। झ३-७कः चत्रांग्न कांछ, झहे-धकः-कृब्रि fौक बंजा यांब्र मा-ठूब्रि नग्न उाव है, ७कআধটু খারাপ কাজ যে না করিয়াছেন, এমন নয়। তিনি তাহা স্বীকারই করিতেছেন। ভগবান গরীব মানুষের অপরাধ ক্ষমা করিবেন। বেলা গেল।••• গিরগিটিট) নারিকেলগাছের গুড়িতে ঠায় বসিয়া আছে।-- ভগবান দয়াময়, গরীবের অপরাধ ক্ষমা করিবেন। যদুবাবুর স্ত্রী এক বাটি বালি লইয়। ঘরে চুকিয়া বলিল, নেবু দিয়ে বালি দেব, না, মিছরি দেব ? পরে থামিয়া বলিল আজ গুণে দেখলাম, এগারোখানা আমসত্ব হয়েছে, বুঝলে ? কলকাতার বাসায় নিয়ে যাব হাঙ্গামা মিটে গেলে । তুমি দুধ দিয়ে খেতে ভালবাস বলে আমসত্ব দিলাম মরে-কুটে—সেরে ওঠে তুমি। স্ত্রীকে হঠাৎ বিস্মিত করিয়া দিয়া তিনি তাহাকে পুরানো আমলের আদরের স্বরে অনেক দিন পরে বলিলেন, বিছানায় এসে কাছে একটুখানি বোস না ! এস ক্লার্কওয়েল সাহেবের স্কুল দিন পাঁচ-ছয় খুলিয়াছে। দুই-তিন জন ব্যতীত অঙ্গ সব শিক্ষক আসিয়াছেন। মাসেন নাই কেবল জ্যোতিবিনোদ আর ঐশবাৰু! তাহার দেশের স্থলে চাকুরি পাইয়াছেন। ছেলেরাও বেশী নাই, এ-ক্লাসে পাঁচ জন ও'ক্লাসে দশ জন। অনেকে বলিতেছে—স্কুল টিকিবে না । - আর আসেন নাই ঘন্থবাৰু। লাহেবের সারকুলার-বই লইয়া কেবলরাম ক্লাসে ক্লাসে ফিরিতেছে—স্কুলের স্বযোগ্য প্রবীণ শিক্ষক বন্ধুগোপাল মুখুজ্যের পরলোকগমনে স্কুল জুই দিন বন্ধ রহিল। মুখোপাধ্যায় মহাশয় একাদিক্ৰমে উনিশ বৎসর এই স্থলে শিক্ষকতা করিয়া ছাত্র ও শিক্ষক সকলেরই শ্রদ্ধা অর্জন করিয়াছিলেন। তাহার মৃত্যুতে স্কুলের যে অপরিসীম ক্ষত্তি