পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હકિ8 বিভূতি-রচনাবলী এই সব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন । শিবশঙ্কর কাগজ-কলমে ছোট্ট একটু হিসেব করে নিলেন। লাখ দুই টাকার জমি কিনে রাখতে হবে। টালিগঞ্জের দিকে কিছু জমি এখনো আছে। ব্যাঙ্কের জমি কিছু আছে লেক আর ঢাকুরে যাদবপুর অঞ্চলে । ‘টাকা হোলে মাটি করো মস্ত বড় কথা । অত বড় ইনভেস্টমেণ্ট নেই টাকার । দালালেরা নানারকম সন্ধান নিয়ে আসে । তার টেবিলের ড্রয়ারে অাছে জমিজমা-সংক্রান্ত নানা রকম খবর, দালালদের দেওয়া । শিবশঙ্করবাবু ডুয়ার খুলে অৰ্দ্ধ-অন্তমনস্ক ভাবে সেগুলোর ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন । মেদিনীপুর জেলায় শালের জঙ্গল একশে কুডি বিঘে এক প্লটে । ধানের জমি ওই সাথে এক প্লটে সত্তর বিঘে, মাঝখানে বড় পুকুর । বৰ্দ্ধমান জেলায় ধানের জমি নব্বই বিঘে । বনপাশ স্টেশনের কাছে। কুমারডি কয়লাখনির এক তৃতীয়াংশের মালিকানা স্বত্ব, বড় বাংলোঘর, ইদারা, ছোট বাগান একত্রে । r রানাঘাট টাউনে রেলের নিকট স্টেশন রোডের ওপর দুখানা বাড়ী, রেলের ওপারে বাইশ বিঘের সেগুন বাগান, ইটের ভাট । যশোর জেলায় মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডীরামপুত্ব—দুইটি বড় মৌজা নীলামে উঠেচে । সামনের মাসের বারোই তারিখে যশোর সদরে নীলাম হবে। লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেচেন মৌজার আদায় ভালো, একাত্তরটি জমার মধ্যে উনিশটি খাস হয়ে গিয়েচে এবং আশা আছে আরও আটটি জমা এই বছরের মধ্যেই খাস হবে । বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা । হাজারীবাগ জেলায় সিংজানি-ভোজুড়ি অভ্রের খনি ও শালবন, বাংলো, ইদারা এবং কিছু ধানের জমি । উন্টোডিঙির খাল ধার থেকে সামান্ত দূরে ৮মহেশচন্দ্র সিমলাইয়ের বাগানবাড়ী ও পুকুর, বাগানে জমির পরিমাণ দশ বিঘে । কলমের আম, লিচু, ফলস, ম্যাঙ্গোটিন প্রভৃতি ফলের গাছ। দোতলা বাড়ী । অভ্রের খনির ওপর ক্টোক বেশি শিবশঙ্করের। দু-পার্লেন্টের অনেক বেশি আসবে টাকার ওপর । স্বাস্থ্যকর স্থান, মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে, কলকাতায় তো যা খান হজম হয় না, লিভারের রোগে কষ্ট পাচ্চেন। আর বাকী সব পাড়াগেয়ে জমিজমা, ধানক্ষেত-না, ওদের কি মূল্য আছে ? জমি কিনতে গেলে কলকাতায় । কলকাতার সম্পত্তির মত সম্পত্তি নেই- বাড়ী বা জমি। মহেশ সিমলাইয়ের বাগানবাড়ী ভালো, ফলবান গাছ অনেকগুলো, নার্সারি করবার জন্যে কেউ ভাড়া নিতে পারে, অনেকখানি জমি—মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে দু চার বছর পরে। স্বালালে বলচে আটঘটি হাজার, তিনি বলচেন পঞ্চাশ হাজার। যদি ওটা হয়, তবে খুবই ভালো ।