পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী রাখবেই। তুমি মিছিমিছি পয়সা খরচ করবে, অথচ সেই দেরি হয়েই যাবে। অধনী বলিল, ভালোই তো, চলুন না হয় বউদিদির বোনের বাড়ী দেখেই আলি । গায়ে থাকি পড়ে, কুটুমবাড়ীর ভালটা মন্ট না হয় খেয়েই আলি দুদিন। কোথায় যাইবে অবনী তাহার সঙ্গে। তিনি এখন শ্ৰীশের মেসে গিয়া উঠিবেন। যদুবাৰু কী যে বলেন, উপস্থিত বুদ্ধিতে আর কুলায় না। আকাশ-পাতাল ভাবাও যায় না সামনে দাড়াইয়া। বলিলেন, বেশ, বেশ, এ তো খুব ভাল কথা, তোমার মত কুটুম্ব যাবে আমার শালীর বাড়ী। তবে একটা কথাও ভাবছি আবার, যদি কলকাতায় গিয়ে আমাদের স্কুলের হেডমাস্টারের দেখা না পাই ! —হেডমাস্টার ! কেন দাদা ? যদুবাৰু এতক্ষণে ভাবিয়া বলিবার একটা রাস্তা খুজিয়া পাইয়াছেন। বলিলেন, হেডমাস্টারের কাছে ব্যাঙ্কের বইখানা রয়েছে কিনা! হেডমাস্টার না থাকলে টাকা তুলব কী করে ? e -wকারও কাছে চাইলে আপনি দুদিনের জন্যে ধার পেয়ে যাবেন দাদা। আপনার কত বন্ধুবান্ধব সেখানে। এ দায় উদ্ধার করতেই হবে আপনাকে । দিন একটা উপায় করে। —অবিপ্তি তা পেতাম। কিন্তু আমার যে বৃন্ধুবান্ধব এখন গরমের সময় কেউ নেই কলকাতায়, দাৰ্জিলিং কি সিমলে পাহাড়ে বেড়াতে গিয়েছে গরমের সময়। কলকাতার বড়লোক উকিল ব্যারিস্টার সব—গরমের সময় সব পাহাড়ে চলে যাবে। এ কি তুমি-আমি ? –তাই তো দাদা, তবে আমার কী উপায় হবে ?—অবনী মুখুজে প্রায় কাদো-কাদে হইয়া পড়িল। যদু বলিলেন, কিছু ভেবো না ভায়া। আমি যাচ্ছি কলকাতায়—গিয়ে একটা যা হয় হিয়ে লাগিয়ে দেব। কেন তুমি পয়সা খরচ করে অনর্থক যাবে আমার সঙ্গে ? আমি চেষ্টা করে দেখে মনিঅৰ্ডার করে দেব হাতে পেলেই। আচ্ছা, চলি, দুটো থেয়ে নিই—আর দেরি করা চলে না । * . যদুবাবু ঝড়ের বেগে সে স্থান ত্যাগ করিলেন। মনে মনে বলিলেন, উঃ, কী ছিনেজোক রে বাবা! কিছুতেই বাগ মানে না, এত করে ভেবে ভেবে বলি। ভাগ্যিস মনে এল হেডমাস্টারের কাছে ব্যাঙ্কের খাতার ওই ফন্দিটা ! টিনের সুটকেস হাতে ঝুলাইয়৷ যত্নবাৰু তাড়াতাড়ি, দুইটি থাইয়া বাড়ী হইতে বাহির হইয়া পড়িলেন। পাছে অবনী তাহার মত বদলাইয়া ফেলে ! কী ঝঙ্কাট, এখন মেসে বসাইয়া উহাকে ফ্ৰেণ্ডচার্জ দিয়া খাওয়াও, থিয়েটার বায়স্কোপ দেখাও—কোথায় ব্যাঙ্ক, আর কোথায় বা টাকা । যদুৰাৰু ঐশ রায়ের মেসে আসিয়া উঠিবার পরে অবনী মুখুঙ্গের পর পর তিন-চারিখানা তাগাদার চিঠি পাইলেন। তিনি উত্তর লিখিয়া দিলেন, হেডমাস্টার অনুপস্থিত—টীকা