లి বিরাজ-বে। [ তৃতীয় অঙ্ক বিরাজ । ( আকাশের দিকে চাহিয়া ) মেঘ ফিকে হযে আসছে । তা ছাড়া, আমার কিছু হবে না, মরব নারে তুলসী, এত শিগগির ময়ূব সে ভাগ্যি নয। আয তুলসী, আর দাড়াস নে মা, তুই আয। বলিতে বলিতে তাহার অপেক্ষ না করিয়া বাহির হইয়া গেল তুলসী । ( ব্যস্ত হইযl ) অ বেীমা, দাড়াও গো, অমন করে ষেও নি— বলিয়া তাহার ছোট লণ্ঠনটা লইয়া পিছনে পিছনে ছুটিল ক্ষণকাল পরে অপর দিক হইতে নীলাম্বর প্রবেশ করিল। কোচার খুট গায়ে, হাতে ভিজা কাপড় চাদর । তাহার প্রায় পিছনে পিছনে বিশু ঢুকিয় চণ্ডীমণ্ডপের ওপাশ দিয়া চলিয়া যাইতেছিল নীলাম্বর । কে রে ? বিশু । আমি গো দা’ঠাউর । নীলাম্বর । বিশে ? কোথায চলপি আবার ? বিষ্ট । ঐ রাজাবাবুর কাছে, তোমাদের খিড়কির উষ্ট দিকপানে । নীলাম্বর । এত রাত্তিরে আবার সেথায কেন মে ? বিশু । ( মাথা দুলাইয়া দুলাইযা । আaছ গো কথা আছে, রাজাবাবু কাল ভোরে চলে ষেতেছে না ? আচ্ছা, কাউরে বলে নি দাঠাউর, বাবা পঞ্চানন্দের দিব্যি, আমি রাজাবাবুব কাজ করি ত ? তাই আমারে বলেছেন এক সাল পরে কলকাতায় নিয়ে যাবেন, রাজবাড়ির থানসামা কল্পে লিবেন । নীলাম্বর । বটে ? বিশু । হি গো । কাউকে বল না দণ*ঠাউর, মা কালীর দিব্যি । বিশু চলিয়া গেল নীলাম্বর দাওয়া হইতে প্রদীপ লইয়া ক্লাস্তুপদে বাটীর ভিতর চলিল भक्ष भूब्रिण
পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।