दिउँौग्न झुष्ट ] বিরাজ-বে। 8 × বিরাজ ৷ এও সামান্ত ? এতেও মাহষ আত্মহারা না হয় ত কিসে হয় বল শুনি ? আজ ছমাস ধরে তোমাকে বলছি উপায় একটা কর, নিত্য এই দুশ্চিন্তা আর সহ ক’র না, তবু তুমি শুনলে না, আজ এই অবস্থায় এসেও বলছ সামান্ত ? নীলাম্বর চুপ করিয়া রহিল চুপ করে রইলে কেন ? জবাব দাও । নীলাম্বর । ( মৃদুকণ্ঠে ) জবাব দেবার কিছুই নেই বিরাজ, কিন্তু— বিরাজ । না, কিন্তুতে হবে না । আমার বাড়িতে দাড়িয়ে তোমাকে অপমান করে যাবে, কানে শুনে আমি সহ করে থাকব ? না । হয় আজই উপায় কর, না হয় আমি আত্মঘাতী হব। নীলাম্বর। এক দিনেই কী উপায় করব বিরাজ ? বিরাজ । বেশ, দুদিন পরে কী উপায় করবে, তাই আমাকে বুঝিয়ে বল । নীলাম্বর পুনরায় মৌন হইয়া রহিল একটা অসম্ভব আশা করে নিজেকে ভুল বুঝিয়ে না, আমার সর্বনাশ ক’র না । তোমার দুটি পায়ে ধরছি, এই বেলা যা হয় একটা উপায় কর । ক’মাস ধরে তাই তোমাকে বলছি যা হয় কিছু টাকা যোগাড় করে পুটির শ্বশুরকে ধরে দিয়ে রেহাই নাও । সংসার চলছে না, এই দেনার বোঝা, তার ওপর এই খরচা, কী করে তুমি কী করবে বল ত ? নীলাম্বর । চেষ্টা কি করছি না বিরাজ ? এই দেখ ক’মাস হল বন্ধুকে ছুটি দিয়েছি। অত দিনের লোক, চাকর বলে ছিল না, কঁদিতে লাগল। আর দেনার কথা, দেখ অধীর হলে কী হবে বল ? একটা বছর যদি ষোল আনা ফসল পাই, বার আনা বিষয় উদ্ধার করে নিতে পারব । কিন্তু একবার বিক্রি করে ফেললে আর ত হবে না । সেটা ভেবে দেখ ।
পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।