পাতা:বিশ্বকোষ অষ্টম খণ্ড.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

डिक्रदष्ट्रबद्र = চোলের সময় ৰিপ্তমান ছিলেন । যাহা হউক, এই সকল এবাদের কোনটা নিঃসন্দেছে গ্রহণ করা যায় না। বাস্তৰিক कवि डिक्रदछूबग्न ७ जांबिग्रारब्रव्र जग्रनषरक नांनायकांब्र উপাখ্যান জাছে, তন্মধ্যে "কলাগ্রাণম্ নামক তামিল গ্রন্থে যেরূপ বর্ণিত হুইয়াছে, তাহাই সংক্ষেপে লিখিতেছি— बझकांण श्रउ झहेज, ७क निष्ठांभांठांग्न खैब्रtन जांउछन জ্ঞানী জন্মগ্রহণ করেন, এই সাতজনের মধ্যে চারিজন স্ত্রী ও তিনজন পুরুষ। স্ত্রী চারিটর নাম-আবিষ্কার, উল্লর, বল্লী ও উরুবই, পুরুষ তিনজনের নাম-তিরুবল্লুবর, আদিগমন ও কৰিবলর । ঐ সাত মহাত্মার জন্মবিবরণও বড়ই অদ্ভূত। তাহা দের পিতার নাম পেরলি ও পিতামহের নাম বেদমৌলি, উভয়েই সাধুপ্রকৃতি ও মহাজ্ঞানী বলিয়া প্রসিদ্ধ ছিলেন। বেদমেীলি তবিন্য গণনা করিতে পারিতেন। এক দিন রাত্রিকালে তিনি দেখিলেন, একটা উজ্জ্বলতায়ক কক্ষচ্যুত হইয়া একটী গ্রামে আসিয়া পড়িল। সেই গ্রামে তখন এক বালিক ভূমিষ্ঠ হইল। ঐ গ্রামে নীচ পরিয়া জাতি বাস করিত। গণনা দ্বারা বেদমেীলি জানিতে পারিলেন যে, সেই অস্পৃষ্ঠ পরিয়া-কমারীর সহিত র্তাহার একমাত্র পুত্র পেরলির বিবাহ হইবে। ব্রাহ্মণ তাঁহাতে অতিশয় বিচলিত হইলেন। র্তাহার আত্মীয়স্বজন ও অপরাপর ব্রাহ্মণদিগকে নিজের পুত্রেয় কথা গোপন করিয়া কছিলেন, “অমুক পরিয়ার কস্তার সহিত আমাদের মধ্যে কোন ব্রাহ্মণকুমারের বিবাহ হইবে, এরূপ হইলে আমাদের সকলকেই পতিত হইতে হইবে।” তখনই সকলে সেই নবজাত কুমারীর পিতাকে ডাকাইয়। তাহাকেও সেই সকল কথা জানাইয়া বলিল, ‘এখন তোমার মেয়েকে চাও, না ব্রাহ্মণদিগের জাতিরক্ষা করিতে চাও? দরিদ্র পিতা ব্রাহ্মণের সম্মান রক্ষা করিতেই চাহিল। ব্রাহ্মণগণ সেই নির্দোব দুগ্ধপোষ্য শিশুকে আনিয়া মারিয়া ফেলিতে আদেশ করিলেন। কিন্তু বেদমৌলি তাহাকে প্রাণে না মারিয়া দেশান্তরে দিয়া আসিতে বলিল । তদনুসারে ব্রাহ্মণের সেই কুমারীকে একটী পেটিকায় বদ্ধ করিয়া কাবেরীর শ্রোতে डागारेब्रा निण । cय गभग्न ऊांगाईग्र cनeग्र श्ब्र, cगहे नमब्र পেয়লি পিতার আদেশে সেই বালিকার উরুতে একটা কৃঞ্চ ত্তিলচিহ্ন দেখিয়া রাখিয়াছিল। ' बरु भूब्रएनएल ७क बाक्रन थाउ:ब्रांन कब्रिाउहिएशन । সেই পেটিকা নদীর স্রোতে তালিতে ভাসিতে সেই ব্রাহ্মণের নিকট আসিল । সেই পেটিকাতে ধন- রত্ন আছে তাৰিয়া ব্ৰাহ্মণ যেমন ধরিয়া খুলিলেন, এক মুম্বী কুমারী তাহার [ २३ ] . ङिद्भवव्रुवन्न নয়নগোচর হইল। ব্ৰাক্ষণের কোন পুত্র সন্তান হয় নাই। ভাবিলেন, তাহার ইষ্টদেব বুঝি দয়া করিয়া তাহাকে কম্ভারহ্ম श्रा?ाहेब्र। ब्रिुश्म। शाश्। श्खेक, डिनि ठाशएक आणनाच्न গৃহে আনিয়া পুত্রের স্তায় লালনপালন করিতে লাগিলেন । দেখিতে দেখিতে কয়েকবর্ষ কাটিয়া গেল। পেরলিও তখন নানাশাস্ত্রে পণ্ডিত হইয়া উঠিয়াছেন, তাহার বৃদ্ধপিতায়৪ शृङ्का श्रेग्रांtइ । उिनि नांनाशन मर्नन कब्रिग्रा गांभू ७ জ্ঞানিগণের সহিত শাস্ত্রালাপ ও জ্ঞানার্জন করিবার জন্ত যাত্রা করিলেন । একদিন ঘটনাক্রমে তিনি বালিকার প্রতিপালক সেই ব্রাহ্মণের গৃহে আসিয়া উপস্থিত হইলেন । ব্ৰাহ্মণ র্তাহার বিদ্যাবত্তা ও চরিত্রে সন্তুষ্ট হইয়া কয়েক বর্ষ তাহাকে অতি যত্নে আপনার গৃহে রাখিলেন । শেষে তাহার প্রতিপালিত কস্তার সহিত বিবাহ দিতে চাহিলেন, কুমারীকে সকলেই সেই ব্রাহ্মণের কন্তু বলিয়াই জানিত। সুতরাং পেরলি বিবাহে অসম্মত হইলেন না। ভবিষুগণনা আল মুসিদ্ধ হইল। সেই নীচ পরিয়া-কন্তরে সহিত ব্ৰাহ্মণবংশীয় পেরলির বিবাহ হইরা গেল। উভয়ে মহামুথে বাস করিতে লাগিল । একদিন পুজার পর কাপড় ছাড়িবার সময় পেরলি পত্নীর উরুতে সেই কালতিল দেখিতে পাইলেন। তিনি মনোভাব গোপন করিয়া অপরাপর ব্রাহ্মণের নিকট পীর পূর্বকাহিনী জানিয়া লইলেন। এখন যে তিনি নীচ পরিয়া-কন্যাকে বিবাহ করিয়াছেন, তাহা আর জানিতে বাকি রহিল না ; কিন্তু তিনি এ কথা আর কাহারও নিকট প্রকাশ না করিয়া মনের ছুঃখে গৃহ ছাড়িলেন। শ্বশুর বা পত্নীর নিকট বিদায় লইবারও সময় হইল না । সেই সময়ে ব্রাহ্মণ জামাতাকে যাইতে দেখিয়া ভাবিল, বুঝি তাহার কন্যা কিছু বলিয়াছে, সেই জন্তু সে কাহাকে কিছু না বলিয়া চলিয়া যাইতেছে। এই ভাবিয়া তিনি কস্তাকে বলিলেন, যেখানে তোমার স্বামী যাইবে, তুমিও গিয়া তাহার সঙ্গে সঙ্গে থাকিবে, কখনও ইহার অন্তথা করিও না । কস্তাপালক পিতার আদেশ প্রতিপালন করিল। সাধী পতির পাছে পাছে চলিল, কত ছত্র, কত পুণ্যক্ষেত্র অতিক্রম করিল। পতির সঙ্গ ছাড়িল না। পতির চরণ ধরিয়া কত সাধিল, কত মার্জন চাহিল, কিন্তু নির্দয় পতির মন কিছুতেই টলিল না। এইরূপে পাচদিন কাটিয়া cशण । अंउँौव्र बित्रिएर्ष cोब्रनि श्षन ८शथिएनन, •९क८डे জবল বালা গাঢ় নিদ্রায় জচৈতন্ত হইয়া পড়ির আছে, সেই সময় ভিনি তাহাকে ফেলিয়া চলিয়া গেলেন । মিজাভঙ্গ হইলে