বিক্রমাদিত্য [ ৪৯৩ } বিক্রমোর্বশী T. ss विबनांखिा । মেৰায়ের বঙ্গরীও-বংশীয় একজন রাণী । রাণা সংগ্রামসিংহের পুত্র বিক্রমাদিত্য নামে গণ্য হইলেও, প্রকৃত প্রস্তাবে ইনি এনামের অযোগ্য ছিলেন। ১৫৯১ সংবৎ বা ১৫৩৫ খৃষ্টাব্দে ইনি মেৰায়ের সিংহাসনে আরোহণ করেন। ইহার অদূরদর্শিত, প্রজাপীড়ন ও উগ্ৰস্বতাব দর্শনে সকলেই ইহার উপর বিরক্ত ছিলেন । রাণার উপর সকলের অসন্তোষের সংবাদ পাইয়া গুজরাতের মুলতান মেবার আক্রমণ করেন। চিতোর রক্ষার্থে অনেকেই জীবন উৎসর্গ করিলেন। কিন্তু সামন্ত্ৰগণের সমবেত চেষ্টায় ও হুমায়ুনের আগমন সংবাদ পাইয়া বাহাদুর বিশেষ কিছু করিতে পারিলেন না। এই দারুণ বৈদেশিক আক্রমণ হইতে কোন রকমে রক্ষা পাইলেও তাহার উগ্ৰস্বভাব কিছুতেই শাস্ত হইল না । তিনি একদিন সভাস্থলে তাহার পিতার জীবনদাতা আজমীরের করিমচাদকে অপমান করিয়া বসিলেন । তৰ্জ্জন্ত সামন্তগণ অতিশয় ক্ষুব্ধ হইয় তাহাকে রাজ্যচ্যুত করিয়া বনবীরকে সিংহাসনে বসাইলেন। ४९ दिङ्गमाठिा । বঙ্গের অদ্বিতীয় বীর মহারাজ প্রতাপাদিত্যেয় পিতার নাম বিক্রমাদিত্য । বঙ্গজকুলগ্রন্থে বর্ণিত হইয়াছে যে, গুহবংশে রামচন্ধুের জন্ম। ইনি ভাগ্যপরীক্ষার জন্ত তদানীন্তন বাণিজ্যকেন্দ্র সপ্তগ্রামে আগমন করেন। এখানে রামচন্দ্রের ভবানন্দ, শিবানন্দ ও গুণাননা নামে তিন পুত্র হয়। কিছুদিন পরে সৌভাগ্যক্রমে রামচন্দ্র গৌড়ের দরবারে একটী উচ্চপদ লাভ করেন। তাহার মৃত্যুর পর ভবানন্দ পিতৃপদ প্রাপ্ত হন। এই ভবানন্দেয় শ্ৰীহরি নামে এবং শিবাননের জানকীবল্লভ নামে এক একটা পুত্র জন্মে। ঐহরি ও জানকী অল্প বয়সেই নানা ভাষায় ও অস্ত্রেশস্ত্রে নৈপুণ্যলাভ করিয়াছিলেন। বাল্যকাল হইতেই উভয়ে গোঁড়াধিপের পুত্র বয়াজিদ ও দাউদের সহিত সৰ্ব্বদাই খেলাধুলা করিতেন। বয়োবৃদ্ধির সহিত র্তাহাদের মধ্যে মিত্রতা জন্মিয়াছিল । সেই বন্ধুত্বনিবন্ধন দাউদ সিংহাসনে অধিষ্ঠিত হইয়া শ্ৰীহরিকে বিক্রমাদিত্য ও জানকীবল্লভকে বসস্তুরায়’ উপাধি দিয়া প্রধান অমাত্যপদে নিযুক্ত করেন। উভয় ভ্রাতার যত্নে গৌড়রাজ্যে সুশৃঙ্খলা স্থাপিত হইল ও গৌড়রাজকোষও যথেষ্ট বৃদ্ধি হইল। সেই সঙ্গে সাউদের স্বাধীনতালাভের বাসনাও বলবতী হইল। অল্পদিন পরেই তিনি দিল্লীশ্বরের অধীনতাপাশ ছেদন করিয়া সৰ্ব্বত্র নিজ নামে খোতুবা পাঠ করিতে আদেশ করেন। তাহাকে শাসন করিবার জন্ত দিল্লী হইতে মোগলবাহিনী প্রেরিত হইল। যুদ্ধের পরিণাম বুঝির বিক্রমাদিত্য দাউদকে জানাইলেন যে, এ গোলযোগে গৌড়কোষ হইতে ধনরত্ব সকল কোন XVIII নিরাপদস্থানে স্থানান্তরিত করিয়া রাখা কর্তব্য। তাহার পরামর্শে গৌড়েশ্বরের লোণ, রূপ, গীতল, কাসা যত কিছু মূল্যবান দ্রব্য ছিল, সমস্তই সহস্রাধিক নৌকা বোঝাই দিয়া ফুর্তেপ্ত ও নির্জন যশোহর নামক স্থামে আনিয়া রাখা হইল । এদিকে মোগলপাঠানে কএকবার ঘোরতর যুদ্ধ হইল। দাউদই অবশেষে শক্রহস্তে বন্দী হইলেন । সমস্ত গৌড়বঙ্গ আবার মোগল শাসনাধীন হইল । টোডরমল্প বিক্রমাদিত্যকে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি জানিয়া ও ওঁহি হইতে বন্দোবস্ত কার্থ্যে যথেষ্ট সাহায্য হইবে ভাবিয়া উভয় ভ্রাতাকে উচ্চ রাজকাৰ্য্য প্রদান করিলেন। বিক্রমাদিত্য দাউদের নিকট যে জমীদারী পাইয়াছিলেন, তাছায় কার্যাদক্ষতায় বিমুগ্ধ হইয়া টোডরমল দিল্লী হইতে তাহার সনন্দ আনাইয়া দিলেন । এই সনদবলে বিক্রমাদিত্য মুশোহরের পশ্চিম গঙ্গা হইতে ব্ৰহ্মপুত্রের কিনার পর্য্যস্ত বিস্তৃত জমিদারী লাভ করেন। প্রাচীন যশোহরে তাহার বিপুল প্রাসাদ নিৰ্ম্মিত হইল, নানাবিধ পুণ্যজনক কাৰ্য্য করিয়া তিনি গৌড়বঙ্গে বিখ্যাত হইলেন । ৰিক্রমাদিত্য রাজকাৰ্য্য উপলক্ষে অনেক সময়ে গৌড়ে অবস্থান করিলেও তাহার ভ্রাতা বসস্তুরায় ও পুত্র প্রতাপাদিত্য যশোহরের প্রাসাদেই অবস্থান করিতেন। [ প্রতাপাদিত্য শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। ] ১৫৭৫ খৃষ্টাব্দের মহামারীতে গৌড়রাজধানী শ্ৰীশ্ৰষ্ট ও জনশূন্ত হইলে বিক্রমাদিত্য গৌড় ও অপর নানাদেশ হইতে বহু লোক আৰাইয়া যশোহরে বাস করাইয়াছিলেন। তাহায়ই বত্ত্বে বহু কুলীন কায়স্থদের সমাবেশে যশোহর বঙ্গজকায়স্থগণের একটা স্বতন্ত্র সমাজ বলিয়া খ্যাভ হয় । কিন্তু তিন পুত্রের অসদাচরণে নিয়ত ব্যথিত ছিলেন। প্রতাপ দিল্লীতে গিয়া কৌশলে পিতৃরাজ্য নিজ নামে সনন্দ করিয়া আনিলে বৃদ্ধ বিক্রমাদিত্য অতিশয় মৰ্ম্মাহত হইয়াছিলেন । পুত্রের ভবিষ্যৎ ভাবিয়া তিনি অল্পকাল পরেই সাংসারিক ব্যাপার হইতে প্রতিনিবৃত্ত হইয়া ঈশ্বরচিন্তায় জীবন অতিবাহিত করেন । [ প্রতাপাদিত্য শব্দে বিস্তৃত বিৰরণ দ্রষ্টব্য। ] বিক্রমাদিত্যচরিত ( ক্লী ) বিক্রমচরিত। বিক্রমার্ক (পুং) বিক্রমাদিত । [ বিক্রমাদিত্য দেখ । ] বিক্রমিন (পুং ) বিক্রমোহস্তান্তেতি বিক্রম-ইনি। ১ বিষ্ণু । “ঈশ্বরে বিক্রমী ধন্বী মেধাবী বিক্রমঃ ক্রমঃ ” ( মহাভারত ) ২ সিংহ । ( রাজনি” ) (ত্রি) ৩ অতিশয় শক্তিবিশিষ্ট, বিক্ৰমযুক্ত । ( ভারত ১৷১২৮৮ ) বিক্রমোপাখ্যান (ক্লী) বিক্রমন্ত উপাখ্যানং। বিক্রমচরিত। বিক্রমোর্কশী (স্ত্রী) কালিদাসগ্রণীত একখানি নাটক। [ কালিদাস দেখ। ] 繼 S 38
পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৪৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।