পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विखञ्जकूर्श,

“স্বরভূষণং লতানাং সহস্রমষ্টোত্তরং চতুৰ্ধস্তম্। ইন্দ্রচ্ছন্দো নামা বিজয়চ্ছন্দস্তদৰ্দ্ধেন ॥” ( বৃহৎসংহিতা ৮১৩১ ) অষ্টাধিক সহস্রসংখ্যক লতাযুক্ত চতুর্হস্ত পরিমাণ মুক্তার মালা ছইলে তাহ ইন্দ্রচ্ছন, আর তাহার অৰ্দ্ধেক পরিমাণ হইলে বিজয়চ্ছন নামে কথিত হইয়া থাকে। বিজয়ডিণ্ডিম (পুং ) জয়ঢঙ্কা । বিজয়তীর্থ (ল্পী ) তীর্থভেদ । বিজয়দত্ত (পুং ) কথাসরিৎসাগরবর্ণিত নায়কভেদ । বিজয়দশমী [ বিজয়াদশমী দেখ। ] বিজয়দুন্দুভি (পুং) জয়ঢাক, জয়কালে যে ঢাক বা নাগর পিটাল হয় । বিজয়দুর্গ, বোম্বাইপ্রেসিডেন্সীর রত্নগিরি জেলার অন্তর্গত একটা বাণিজ্যপ্রধান বন্দয় । রত্নগিরি নগর হইতে এই স্থান প্রার ৩• মাইল দক্ষিণে অবস্থিত। অক্ষা” ১৬° ৩৩' ৪০" উঃ এবং দ্রাধি’ ৭৩ ২২ ১০% পুঃ । ভারতের পশ্চিম উপকূলে এরূপ সুন্দর ও চরবিহীন বনার আর কোথাও দৃষ্ট হয় না। সকল ঋতুতেই বিশেষতঃ দক্ষিণপশ্চিম মস্বম বায়ু প্রবাহিত হইলে এই বন্দরে বড় বড় জাহাজ অনায়াসে আশ্রয় লইয়া ধাকে । যখন সমুদ্রবক্ষে ঝড়বাতাসের কোন চিহ্ন থাকে না, তখন পোতগুলি স্বচ্ছন্দে উপকুলবক্ষেই মঙ্গর করিয়া থাকে। এখানে মহিষের শৃঙ্গের নানাপ্রকার খেলান ও অলঙ্কারাদি প্রস্তুতের একটী বিস্তৃত কারবার আছে। বর্তমান কালে ঐ সকল দ্রব্যের বিশেষ আদর না থাকায় স্থানীয় শিল্পেয় অবসাদ ঘটিয়াছে এবং শ্রমজীবী স্বত্রধরগণ অন্নদায়ে উত্তরোত্তর ঋণজালে জড়িত হইয়া পড়িতেছেন । নগরের বাণিজ্য ব্যতীত শুক্ল (Customs) বিভাগের সামুদ্রিক বাণিজ্য লইয়া এখানে প্রতিবৎসর ১২ লক্ষ টাকার মাল আমদানী ও ১৫ লক্ষ টাকার মাল রপ্তানী হইয়া থাকে। বন্দরের দক্ষিণে দেশভাগ পৰ্ব্বতশিখরাগ্র হইয়া সমুদ্রবক্ষে ঝুঁকিয়া রহিয়াছে, এই অগ্রমুখে পৰ্ব্বভোপরি মুসলমানরাজগণ একটা দৃঢ়দুর্গ নিৰ্ম্মাণ করেন। সমগ্র কোঙ্কণপ্রদেশে এরূপ মুরক্ষিত দুর্গ আর নাই। দুর্গের পার্শ্বদেশে প্রায় ১•• ফিট্‌ নিম্নে একটী পাৰ্ব্বতীয় নদীস্রোতঃ প্রবাহিত। ঐ নদীপথে পণ্যদ্রব্যাদি আনয়নের অনেক সুবিধা হইয় থাকে । দুর্গট অতি প্রাচীন। বিজাপুর রাজবংশের অভু্যদয়ে এই দুর্গের জীর্ণসংস্কার ও কুলেবর বৃদ্ধি হর। অতঃপর খৃষ্টীয় ১৭শ শতাদের মধ্যভাগে মহারাষ্ট্রপতি শিবাজী এই দুর্গকে হা করিবার অভিপ্রায়ে ইহার চারিদিকে তিন থাক প্রাচীর t ૬૨ J বিঞ্জয়নগর গাথাইয় তাহার মধ্যে মধ্যে অনেকগুলি গোপুর বা তোরণ ও দুর্গসংক্রান্ত অল্পী অট্টালিকাদি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ১৪৯৮ খৃষ্টাব্দে দয়াদলপতি অঙ্কিয়া এই স্থানকে আপনার অধিকৃত উপকূলভাগের রাজধানী মনোনীত করিয়াছিলেন। ঐ সময় অঙ্গিয় উপকূলভাগে ৩০ হইতে ৬০ মাইল পৰ্য্যস্ত বিস্কৃত স্থানে স্বীয় আধিপত্য বিস্তার করিয়াছিলেন । [ অঙ্গিয়া দেখ। ] ১৭৫৬ খৃষ্টাব্দে দুৰ্গবাসীরা ইংরাজনৌসেনার হস্তে আত্মসমর্পণ করে এবং কর্ণেল ক্লাইব বীরদৰ্পে নগর ও দুর্গ অধিকার করেন। উক্ত বর্ষের শেষ সময়ে ইংরাজগণ দুর্গভার পেশবাহস্তে অর্পণ করিয়াছিলেন। অতঃপর ১৮১৮ খৃষ্টাব্দে সমগ্র রত্নগিরি জেলা বৃটিশগবর্মেন্টের করতলগত হওয়ায় দুর্গাধ্যক্ষ ইংরাজকরে আত্মসমৰ্পণ করিতে বাধ্য হন । বিজয়দেবী ( স্ত্রী) রাজপত্নীভেদ। বিজয়দ্বাদশী (স্ত্রী) দ্বাদশীভেদ। [ বিজয় দেখ। ] বিজয়নগর, মান্দ্রাজ প্রেসিডেন্সীর বেল্লরী জেলার অন্তর্গত একটা প্রাচীন নগর। এখন ধ্বংসস্ত,পে পরিণত একটা গওগ্রাম বলিয়া প্রতীয়মান হয়। অক্ষা ১৫°১৯৫৯র্ণ উঃ এবং দ্রাঘি” ৭৬°৩০১০' পূঃ মধ্য । ইহার বর্তমান নাম হাম্ফি । বেল্লরী সদর হইতে ৩৬ মাইল উত্তরপশ্চিমে তুঙ্গভদ্র নদীতীরে অবস্থিত। এইস্থান পূৰ্ব্বে বিজয়নগর রাজবংশের রাজধানী ছিল । এখনও নগরের দক্ষিণে কমলাপুর ও অানগুণ্ডি পৰ্য্যন্ত প্রায় ৯ মাইল বিস্তৃত স্থানে উহার ধ্বংসাবশেষ বিস্তৃত রহিয়াছে। পরবর্তীকালে বিজয়নগরের রাজগণ আনগুণ্ডিতেই , রাজধানী স্থানাস্তরিত করেন। ১৩৩৬ খৃষ্টাব্দে বল্লালরাজবংশের অধঃপতনের পর, হরিহর ও বুক নামক দুই ভ্রাত হাফি নগর স্থাপন করিয়া যান। ১৫৬৪ খৃষ্টাব্দে তালিকোটের যুদ্ধের পর তদ্বংশীয়গণ ফ্রমশঃ প্রভাবান্বিত হইয়া এই স্থানের শ্ৰীবৃদ্ধি সম্পাদন করেন। তদনন্তর প্রায় এক শতাব্দকালে তাহারা যথাক্রমে আনগুণ্ডি, বল্লুর ও চন্দ্রগিরিতে আপনাদের শাসনশক্তি অক্ষুণ্ণ রাখিয়া রাজকাৰ্য্য পরিচালনা করিয়াছিলেন। অতঃপর:বিজাপুর ও গোলকোওঁ। রাজবংশদ্বয়ের অভু্যদয়ে বিজাতীয় শক্তিদ্বয়ে ঘোর সংঘর্ষ উপস্থিত হয় এবং তাহারই ফলে অবশেষে বিজয়নগর-রাজবংশেয় অধঃপতন ঘটে । [ বিষ্ঠানগর শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য । ] প্রায় সপাদদ্বিশতাব্দকাল এই হাম্ফি নগরে রাজপাট স্থির রাখিয়া বিজয়নগর রাজগণ নগরের পরিসর বিস্তারপূৰ্ব্বক অসংখ্য প্রাসাদ, মন্দির ও মনোহয় সৌধমালায় ইহার শ্ৰীসম্পাদন করিয়া গিয়াছেন। সেই সমৃদ্ধি লক্ষ্য করিয়া পাশ্চাত্য ভ্রমণșist Edwards Barbessa s Cæsar Freuexic fflyttgR